রবিবার, ৫ মার্চ, ২০১৭

জ্বর তোতে



জ্বর তোতে
- যাযাবর জীবন

ভোরের প্রাক্কালে আজ ধুম বৃষ্টি,
তুই ঘরে
আমি ছাদে
দুজনই ভিজছিলাম বৃষ্টিতে,
একজন মনে মনে
আরেকজন বৃষ্টি মেখে সারা গায়ে;

ঠাণ্ডায় জ্বর বাঁধালি তুই
আমি 'তোতে'।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন