রবিবার, ২৬ মার্চ, ২০১৭

তো'তে সংসার




তো'তে সংসার
- যাযাবর জীবন

কতজন কত ভাবে
কত কিছুর সাথেই না সংসার করে!
মেনে নিয়ে কিংবা মানিয়ে নিয়ে;

কেও সংসার করে অর্থের সাথে, কেও স্বার্থের
কেও সুন্দরের সাথে, কেও মনের
কেও সম্পদের সাথে, কেও টানাপোড়নের
কেও ভালোবেসে, কেও ঘৃণা নিয়ে
কেও মন থেকে, কেও বাধ্য হয়ে
কেও পরিস্থিতির স্বীকার, কিছু বাস্তবতার;

আমি শুধুই তোকে দেখেছি
তো'তেই শুরু
তো'তেই জীবন
তো'তেই আমার সংসার;

আমি বাবা-মার
ভাই-বোনের
সন্তানের
পরিবার, পরিজনের
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
আর বাকি সবার;


তুই শুধুই আমার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন