বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

স্বার্থপর



স্বার্থপর
- যাযাবর জীবন

কেও স্বপ্ন আঁকে সম্পর্কের সাথে
- যেমন তুই,
কেও স্বার্থ দেখে সম্পর্কের মাঝে
- যেমন আমি,
স্বার্থ ছাড়া মানুষ হয়?
স্বার্থে সম্পর্ক ক্ষয়;

কেও হিসাব কষে সম্পর্কের মাঝে
- যেমন আমি,
কেও শুধুই ভালোবাসে অকারণে
- যেমন তুই,
কারো সুদকষা আঁকতে আঁকতে
সম্পর্ক বিষময়;

আমি হিসাব বুঝিই নি
না সম্পর্কের, না স্বার্থের;
কোন কিছু না বুঝেই
আমার জীবন তুই এ তুইময়;

আমার থেকে স্বার্থপর কে আছে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন