কাছে ও দূরে
- যাযাবর জীবন
চেনা বলতে তো একমাত্র তুই'ই ছিলি পাশে
বন্ধুত্ব আর ভালোবাসায়
কাছে আসায় ও দূরে সরায়
অভিমানে ও ঘৃণায়;
আমি না হয় পশু মানব
তবুও তো ভালো বেসেছিলি! না হয় অবহেলায়;
এখনো রাত হলেই তুই জ্যোৎস্না
এখনো বৃষ্টি এলেই তুই কান্না
এখনো রোদ উঠলেই তুই দহন
এখনো চায়ের কাপে তুই ক্ষরণ
এখনো সন্ধ্যে হলেই মন আনচান
এখনো ফুলের গন্ধে তোর বুকের ঘ্রাণ;
একদিন তাঁরাদের মাঝে তোকে খুঁজতে খুঁজতে
ঠিক আমি রাত হয়ে যাব,
তোর পাশে
আকাশেতে;
সেদিন আবার না হয় ভালোবাসিস আমায়
না হয় আগের মতই, খুব অবহেলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন