মন চাঁদনি
- যাযাবর জীবন
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
মোবাইলটা বাজছে
কে যেন ডাকছে
আমি আধ-ঘুমে হাত বাড়াই
আধ-চোখে চেয়ে দেখি প্রাইভেট নাম্বার,
ধরব কি ধরব না করতে করতে ঘুম গলায় বললাম, হ্যালো!!
এখনো ঘুমোচ্ছ? দুপুর তো হয়ে এলো;
কানে যেন স্নিগ্ধ বাতাস
চোখ থেকে ঘুম উধাও
ঘড়ির দিকে চোখ যেতেই দেখি সময় বারটা, ঘড়ির ও আমার;
ঘরের পর্দা সরাতেই দুপুর রোদে চাঁদ
বাইরে থৈ থৈ চাঁদনি,
আজ কি পূর্ণিমা?
উঁহু!
তবে?
আকাশে সূর্য মনে চাঁদনি,
টেলিফোনের ওপারে খিলখিল হাসি;
তারপর ভালোবাসার খুনসুটি।
আমার সারাটা দিন জ্যোৎস্না
তুই এ তুইময়
আর মন চাঁদনি, তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন