কাঁচের সম্পর্ক
- যাযাবর জীবন
তুলোর মত কিছু সম্পর্ক
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ;
কাঁচের সম্পর্ক ভেঙ্গে যায় খুব সহজেই
ভেঙ্গে যায় মোহ
বালুঘর আঁকড়ে থাকে বোকারা
ভাঙ্গা সম্পর্ক আঁকড়ে থাকে কেহ কেহ;
জীবন কারো কাছে নিম নিম
ভালোবাসা কারো কারো কাছে মোহ
কাঁচের ঘর ভাঙবে জেনেও
দর্পণ আঁকড়ে থাকে বোকা কেহ;
সিমেন্টের প্রলেপে ঘর বাঁধে কেও কেও
ভেতরে ঝুরঝুর স্বার্থ বালু ঠাঁসা
বালুতে কি আর আঠা ধরে?
স্বার্থের সাথে সম্পর্ক খেলে সেথা পাশা;
সম্পর্ক তুলোর মত
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন