মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

অসম্পূর্ণ অনুভব



অসম্পূর্ণ অনুভব
- যাযাবর জীবন

কিছু অনুভূতি স্পর্শের
কিছু অচেনা কিছু পর
কিছু সম্পর্ক অসম্পূর্ণ
কিছু কিছু বাঁধে ঘর;

কিছু স্পর্শ ছিল তোর ভালোবাসার
কিছু অবহেলার
কিছু নিঃস্পৃহ
অতঃপর
অনুভূতি-শূন্য হতে হতে আমায় করেছিস পর,
সাজানো গোছানো অনেক সুখের তোর ঘর;

কিছু অসম্পূর্ণ সম্পর্ক আমায় ভাবায় দিনান্ত
কিছু অচেনা অনুভবে কাটাই প্রহরান্ত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন