শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

তুই ঋতু



তুই ঋতু
- যাযাবর জীবন

তোকে নিয়ে
শীত গ্রীষ্ম বর্ষায়
রোদ বৃষ্টি ঝড়ে
মরুতে তুষারে
ঠাণ্ডা গরমে
রাগে অনুরাগে
মিলে মিশে আছি বেশ;
সেই কোন সুবহে সাদিকে
প্রেম শুরু তোতে
সারা দিনমান লেপ্টে তোর সাথে
গভীর রাতেও তোতে হয়নি প্রেমের শেষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন