মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

তাঁরার দেশে


তাঁরার দেশে
- যাযাবর জীবন

কোন একদিন চোখ খুলে দেখবি দেয়াল ফাকা
কোন একদিন অনেক ডাকাডাকিতেও সাড়াশব্দ মিলবে না
কোন একদিন ফোনটাও হয়ে যাবে নীরব নিশ্চুপ
তারপর অনেক অনেক দিন ধরে বিচ্ছিন্ন যোগাযোগ;

হঠাৎ একদিন আকাশের নতুন তারাটার দিকে চোখ পড়লেই বুঝবি
আমি রাত হয়ে গিয়েছি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন