শনিবার, ৪ মার্চ, ২০১৭

প্রস্থান



প্রস্থান
- যাযাবর জীবন

চলে যেতেই হয়
সবার
খুব হঠাৎ
জীবন থেকে;

কেও কেও বলে সময়ের আগে চলে গেল!
আক্ষেপ করে
কাঁদে,
আমি কাঁদি না, হাসি না
শুধু অপলক চেয়ে দেখি অনুভূতি-শূন্য চোখে,
আমার খুব ভালো করেই জানা আছে
মানুষ চলে যায় সময় হলে, জীবন থেকে;

আসা আর যাওয়ার মাঝেই মানুষ থাকে
গাছ শুধুই চেয়ে থাকে অপলক, অনুভূতি-শূন্য চোখে;
গাছেরও একসময় যেতে হবে, জীবন ছেড়ে
হয়তো কেও কাঁদবে কিংবা কাঁদবে না
তাতে গাছের কি আসে যাবে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন