কাঁচে বৃষ্টি
- যাযাবর জীবন
অনেক্ষণ থেকেই আকাশ ঝরছে
কখনো ঝিরঝির কখনো ঝমঝম;
ছোটবেলায় টিনের চালে বৃষ্টির ঘুমপাড়ানি গান শুনতে শুনতে
কখন ঘুমিয়ে পড়তাম মনেই পড়ে না,
আজ আর টিনের চালও নেই, সে মনও নেই;
এখন ইট দালানের ছাদে বৃষ্টির শব্দ সুর তোলে না
গেয়ে ওঠে না মন,
তবুও কখনো খুব ঝুম বৃষ্টি হলে মনের মাঝে বিষণ্ণতা
আর হঠাৎ হঠাৎ নস্টালজিয়ার ছোঁয়া;
মাঝে মাঝে ইচ্ছে হয় কোন একদিন কাঁচের ছাদে বৃষ্টি দেখতে
তোর পাশে শুয়ে;
কাঁচে আকাশ ঝরলে কি মন কাটে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন