রবিবার, ৫ মার্চ, ২০১৭

বিনিময়



বিনিময়
- যাযাবর জীবন

বিনিময়ে সম্পর্ক লোকে বলে
স্বার্থপরের সাথে কি বিনিময় চলে;

মুঠো মুঠো প্রাপ্তি
দিন আর রাত্রি
না চাইতেও,
উপহারে উপহারে ঘর বোঝাই
মানা করা সত্ত্বেও;
বিনিময়?
বিনিময়'তো চায়ই সবাই
শুধু চেয়েই যায়
অপারগতা বোঝে ক'জন?

অর্থের বিনিময় অর্থ
- সম্পর্ক নষ্ট করেছি অনেক

উপহারের বিনিময় উপহার
- তাতে কি আর মন ভরে?

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা?
- হৃদয় কি গাছে ধরে?
ঝাঁকি দিলে ভালোবাসা পরে?

ব্যাস, হলাম আমি স্বার্থপর
এ কেমন বিনিময়? সম্পর্ক করে পর?








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন