বুধবার, ২২ মার্চ, ২০১৭

ভালোবাসার তুই


ভালোবাসার তুই
- যাযাবর জীবন

একদিন প্রেম বলে তুই চুপ
একদিন প্রেম করে তোর ডুব
একদিন ভালোবেসে তুই তাঁরা
একদিনের ভালোবাসায় তুই নিদ হারা;

আমি ভালোবাসি প্রতিদিন,
প্রতিদিন তোকে;
ভোরের স্বপ্নে তুই চোখে
সকাল দুপুরে কাজের ফাঁকে
সন্ধ্যের চায়ে, চুমু চুমুকে
আর সারা রাত্রি রাখি তোকে বুকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন