বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

রাত-স্বপ্ন



রাত-স্বপ্ন
- যাযাবর জীবন

রাতের কোন গান নেই
ঝিঁঝিঁর ডাকে গান
রাতের কোন সুর নেই
স্রোত ভাঙার তান;
তুই হীনা কবিতা নেই
ভালোবাসার কথা
তুই ছাড়া রঙগুলো সব
সাদাকালোয় আঁকা;
রাতের সব ঘুমগুলো
দিয়ে দিয়েছি তোকে
চোখ বুজলে তুই ভাসিস
সবগুলো মনের চোখে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন