সীমাবদ্ধ
- যাযাবর জীবন
সারাক্ষণ প্রেম, ভালোবাসা, মোহ
সারাক্ষণ হা, হুতাশা আর মন বিরহ
সারাক্ষণ বিচ্ছেদের আশংকা, অজানা এক ভয়
সারাক্ষণ শঙ্কা, কখন কি জানি হয়!
পেটের ক্ষুধা যেখানে খাদ্য-বিলাস
অমূলক হা হুতাশ চিন্তাগুলো কেবল স্বপ্ন-বিলাস
জীবন যেখানে খাদ্যাহ্নেষণে সীমিত
অমূলক চিন্তা ভাবনা ভয় জীবনে রহিত;
সীমাবদ্ধ তোর ভালোবাসার ধারা
সীমাবদ্ধ আমি, সীমিত চিন্তাধারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন