পোড়া চা
- যাযাবর জীবন
টেবিলের দুপাশে আজো ছিলাম ঠিক দুজনই
সেই সেদিনটার মত
দুপুরটাও ছিল আজ ম্যাড়ম্যাড়ে বিষণ্ণ
মন খারাপের যত
আজো দু পেয়ালা চায়ে দুজনার টুকটাক কথা
টেবিলের দুপাশে দুজন বসে,
- তুই আর আমি নই
অন্যকেও আমার সাথে;
চোখে চোখ রাখছিলও সে
- ছলছল চোখে
- হোঁচট খেয়েছিল হয়তো আমার নির্লিপ্ত চোখ দেখে
চায়ের কাপে ফুঁ দিতে দিতে
কথাও হয়েছিল বেশ কিছু
- অনুভূতিহীন অদরকারি টুকিটাকি;
কেন জানি হঠাৎ করেই তোর কথা বড্ড মনে হচ্ছিল
হাতে তোর দেয়া চায়ের কাপটা ধরে;
চুমিয়া চা কি আর সবাই খেতে পারে?
চায়ের মগ হাতে বসে আছি এখনো
ঠোঁট পোড়ার কথা, মন পোড়ে কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন