বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

ভালোবাসার রাত



ভালোবাসার রাত
- যাযাবর জীবন

ভালোবাসা মানেই মন খারাপ
গ্রীষ্মের দুপুরে বৃষ্টির ছাট
ভালোবাসা মানেই নির্ঘুম রাত
জ্যোৎস্না রাতে কান্না বিলাস;
ভালোবাসায় কষ্ট কষ্ট সুখ
ভেজা ভেজা চোখে নুন চাটা দুখ,
ভালোবাসায় অবদমিত কান্না
অস্থির অষ্টপ্রহর
ভালোবাসায় নষ্ট রাতের
কষ্ট কষ্ট ভোর;

তুই ভালোবেসেছিস
তোর কান্না;
অনেক কেটেছে আমার নির্ঘুম রাত,
ভালোবাসা আর না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন