বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ভাবনার ডানাগুলো

ভাবনাগুলোর কোন নির্দিষ্ট ডানা থাকে না, 

তবে থাকে;   

কখনো পোকার ডানা 

কখনো পাখির ডানা

মাঝে মধ্যে উড়োজাহাজের ডানা তো কখনো বা রকেটের ডানা,

কোথা কোথা থেকে জানি আজকাল ডানাগুলো উড়ে আসে! 

ভাবনার দেহে বসে 

তারপর উড়িয়ে নিয়ে যায় আমাকে কোন কোন সুদূর পানে! 


ভাবনার গায়ে ডানা লেগে গেলেই সে যে কি বিশাল বিশাল দূরত্ব পাড়ি দেয়!

তোমরা চিন্তাও করতে পারবে না,

অথচ একা একা নিশ্চিন্তে শুয়ে ছিলো ভাবনা

হয়তো একা একা গরম-তন্দ্রা

হয়তো একা একা শীত-নিদ্রা

ডানাগুলো এসে পিঠে বসেই আর একা থাকতে দিলো না;


একদিন প্রজাপতির এক ডানা এসে ভাবনার পিঠে চেপে বললো, চল

ওমনি গা ঝাড়া দিলো ভাবনা

দুজনে মিলে ফুলের মাঠে, সবুজ ক্ষেতে দাপিয়ে বেড়ালো সারাদিন

তারপর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বললো, অনেক হয়েছে; এবার ঘরে চল;

একদিন পাহাড়ের ডানা ডাকতেই ছুট দিলাম পাহাড়ে

চারিদিকে কি অপরূপ শোভা আহারে

বেশ কিছুদিন পাথরে, বরফে কাটিয়ে আবার ক্লান্ত থিতু 

বললাম অনেক হয়েছে, এবার ঘরে চল;  

একদিন নদী ডাকলো, একদিন সাগর

একদিন প্রকৃতি ডাকলো, একদিন ডাক দিয়ে বসলো ঝড়

একদিন দিন ডাকলো, একদিন রাত 

একদিন চাঁদ ডাকতেই ঘর থেকে বের হয়ে জ্যোৎস্না দেখলাম

একদিন সূর্য ডাকতেই আকাশের দিকে তাকিয়ে চোখ ঝলসালাম;


একদিন একদিন খুব ভাবি!

আচ্ছা! ঐ যে কোন এক সুদূর থেকে একদিন বিশেষ এক মৃত্যু-ডানা পিঠে বসে বলবে

চল রে, এবার চল! 

সে যাত্রাটা বড্ড একমুখী হয়ে যাবে না! 

সেদিন সেই যে চলে যাব! আর তো ফিরে আসা হবে না

ফিরে এসে তোদের বলে যেতে পারব না, কেমন ছিলো যাত্রাটা, 

তাই না?


আমার ভাবনায় একটা মৃত্যু-ডানা উড়ে এসে বসার অপেক্ষায়

আজ, কাল বা পরশু.........

তারপর, ঐ তো শব!  


খুব হঠাৎ একদিন একদম চুপ হয়ে গেলে ভুলে যাস কিন্তু সব। 

 


১৫ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

ভাবনার ডানাগুলো 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন