যৌবনে প্রেম উথলে উঠে ভালোবাসা দুর্নিবার
তারপর বিয়ে শাদী সংসার, বাচ্চা কাচ্চা পরিবার
প্রেম ভালোবাসা গড়ায় প্রয়োজনীয় কথার ছলে
কথায় কথা কাটে গলা উঁচু হলে;
আমরা বড্ড লোকদেখানোতে বিশ্বাসী
সংসারে যতই লড়াই ঝগড়া আর খুঁটিনাটি
মানুষের সামনে ঠিক সামলে সুমলে খুব সযতনে ঢেকে রাখি
অথচ চার-দেয়ালে হয়তো রণাঙ্গন ঠিকই;
সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর অস্র মানুষের জিহ্বা
জিহ্বাতে কথা, আর কথাতেই ব্যথা
কথা দিয়েই মানুষ পরস্পর যোগাযোগ গড়ে
সম্পর্কে কথা কাটে জিহ্বার ধারে;
কথার মাধ্যমেই প্রেম প্রীতি ভালোবাসা
কথা দিয়েই বাদ বিবাদ আর ঝগড়ায় ঠাসা
কথা মধুর হলে সম্পর্ক টিকে রয়
তিতা কথায় প্রায়শই সম্পর্কের ক্ষয়;
আবার জিহ্বা যখন লালসায় সিক্ত হয়
তখনই নামে মানুষের চরম অবক্ষয়
জিহ্বাকে সামলে রাখতে পারি আমরা কজন?
কিংবা মাপতে পারি কজনই বা কথার ওজন?
কথার হেরফেরেই যত ভুল বোঝাবুঝি
একজন উত্তর বোঝাতে গেলে আরেকজন দক্ষিণ বুঝি
একজনের জিহ্বার আগায় মিছরির ছুড়ি
অন্যজনের কানের ভিতর গরম সীসা দেয় ভরি;
মনের ভেতর যতই থাক অনুভব অনুভূতি
কথার ভুল বোঝাবুঝি তো সম্পর্কের ক্ষতি
সময়ের সাথে সাথে সম্পর্কের দূরত্ব বাড়ে
সংসারের কথা চিন্তা করে রয়ে যায় এক ঘরে;
আজকাল ঘরের ভেতর খুব চলছে কথার লড়াই
আর হা হা হি হি লোকদেখানো সম্পর্কের বড়াই
একেও সংসার বলে, সং সেজে সারশূন্য ঘরে
দুজনাই জানে বোঝে, তবুও জিহ্বাকে কে সংযত করে!
একদিন হয়তো সংসারই শেষ হয়ে যাবে জিহ্বার ধারে ভারে
শুধু তিক্ত মধুর কথাগুলো ভেসে বেড়াবে ইথারে ইথারে
সম্পর্কচ্ছেদের কোন একলা কালো রাতে ইথারে কান পেতে শুনে নিও
কার জিহ্বায় কি কি কথা বলেছিলে বিচ্ছেদের অবসরে গুণে নিও।
১০ অক্টোবর, ২০২০
#কবিতা
সম্পর্কে কথা কাটে জিহ্বার ধারে
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন