তোর হাতের শোভাটাই চুড়ির ভাগ্য, কপালের শোভা টিপ
শাড়িটা জড়িয়ে রয় তোকে প্যাঁচিয়ে শরীর
জানিস! আয়না'কে না আমার বড্ড ঈর্ষা হয়!
ওখানে পুরোটাতেই তুই আর পুরোটা জুড়েই তোর অবয়ব রয়;
আজকাল কোথাও থাকি না আমি কারো খুব কাছে
সাধারণত আজকাল ইচ্ছে করে না চোখ খুলে কিছু দেখতে
তবে যখনই কোথাও হালকা হিমেল বাতাস বয়!
যখনই অস্তিত্বের গভীরে কোন অনুভূতি কথা কয়,
তখন, ঠিক তখনই কোথা থেকে জানি কিছু গোপন ইচ্ছেগুলো
মনের গহীনে উঁকি দেয়
আমারও যেন ইচ্ছে করে মাঝে মাঝে বাতাস হতে
আমারও তখন ইচ্ছে করে কারো মন ছুঁয়ে দিতে;
নতুন করে কারই বা মন ছুঁয়ে দেব আর!
একটাই তো মন ছিলো বইয়ে দেবার
সে তো কবে থেকেই তোর কাছে ছিলো রে নদী!
যখন যেখানেই ছিলি, মন সাথে নিয়েই চলেছিস নিরবধি;
আজ যদি খুব হঠাৎ করে পুরনো এক চেনা চেনা বাতাস তোকে ছুঁয়ে দেয়!
চিনতে পারবি পুরনো নিঃশ্বাস!
জানিস! মাঝে মাঝে না বড্ড প্রগলভ হতে ইচ্ছে করে,
মনের মাঝে কোথায় জানি লুকিয়ে থাকেই ভালোবাসার আশ্বাস;
আজকাল মাঝে মাঝে খুব হঠাৎই তোকে দেখতে ইচ্ছে করে
মাঝে মাঝে ইচ্ছে করে আগের মত ভালোবাসতে
মাঝে মাঝে খাতায় কলম চালাই আর সাদা কাগজে তোর আঁক
তোকে নিয়ে কবিতা লিখা হয় না বহু বহুদিন
ভালোবাসাটুকু'তো এখনো সেই আগের মতই অমলিন
ওটুকু না হয় শুধুই আমার অস্তিত্বে একান্ত হয়ে থাক!
এই যাহ্! তোকে নিয়ে কবিতা এঁকেই ফেললাম!
আবার আগের মত কাঁদতে বসিস না লো
আমাদের সময়গুলো অনেক বদলে গেছে এখন
এগুলো শুধুই কিছু অনুভব, মনের মাঝে ছিলো।
১৯ অক্টোবর, ২০২০
#কবিতা
মনের মাঝে ছিলো
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন