ভোরের আকাশে রবির টুকি
পাতার ফাঁকে ফাঁকে একটি দুটি পাখির উঁকি
সকাল হচ্ছে প্রকৃতিতে
সূর্য উঠছে আকাশে;
একটি দুটি করে কিচিমিচি পাখির কাকলি
এক একজন গান গাইছে এক এক সুরে
পাখিদের নিজস্ব কিছু গান আছে, পাখিরাই বোঝে
এবার খাদ্যাহ্নেষণ, নীড় ছেড়ে;
আমি জানালার ঘুলঘুলিতে তাকাই
কোথা থেকে জানি একফালি সূর্য রশ্মি
মনবন্ধ করে আবার কাঁথা মুড়ি দেই
মন আমার নয়, আমি মনের বশ্যি;
একদিন আলস্য ছেড়ে দিয়ে খুব ভোরে
আমিও হয়তো মিশে যাব পাখিদের ভিড়ে
হয়তো পাহাড়ের ডাক শুনে কিংবা সাগরের
আর নয়তো আকাশ ডাকলেই যাব উড়ে
হয়তো হেমন্তের কিছু শিশির পড়ে থাকবে ঘাসের বনে
কিংবা বসন্তের সুর লাগবে কোন এক দিন মনে
কে জানে শরৎ কবে ডাকবে?
কে জানে আমি কার ডাকের অপেক্ষায়..................
আচ্ছা! প্রকৃতি না ডেকে যদি ডাক আসে অন্য কোথাও থেকে?
যদি ঘুমঘোরে চলে যেতেই হয় একদিন ঘুমঘরে?
সেদিন কি বর্ষা কাঁদবে?
কোথায় জানি দ্রিম দ্রিম দ্রিম দ্রিম মাদল বাজছে স্বপ্নঘোরে.........
১৯ অক্টোবর, ২০২০
#কবিতা
স্বপ্নঘোর
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন