ঐ যে বড় বড় অট্টালিকা
আর ইট পাথরের দেয়াল
ওখানে আলো ঝলমল কংক্রিটের কঙ্কাল
ওহে! ওটা সভ্যতা, ওটা নগরায়ন
এক সময় নদী ছিলো ওখানে
ছিলো সভ্যতার ভাসমান জীবন;
শহর গ্রাস করছে গ্রাম
গ্রাস করছে নদী
একসময় ইট পাথরগুলো পড়ে থাকবে
খুঁজতে হবে মরা নদী,
একসময় পুতি দুর্গন্ধময় কিছু ছোট ছোট নালা
বর্জ্য নিষ্কাসনের জন্য নগরায়নে ঐটুকুই খোলা
এই যে আজ দেখছ এখানে নিয়ন বাতির সভ্যতা
রাতের বেলায় এখানে বেলেল্লাপনা আর অসভ্যতা
একসময় আকাশে এখানে অনেক ছিলো তারা
একসময় বন ছিলো, ছিলো পশুপাখিতে ভরা
এক সময় সবুজ ছিলো, ধানক্ষেত দিগন্ত জোড়া
আজ এখানে মানুষের কংকাল, পশুবৃত্তিতে মোড়া;
আজ এখানে চারিদিকে আকাশ প্রমাণ অট্টালিকা
অট্টালিকার চূড়ায় বসে দেখছি নিচের নগর সভ্যতা
আজ দালানগুলো প্রায় মেঘ ছুঁয়েছে আকাশে
জ্যোৎস্নার বদলে নিয়ন দিন করে ফেলেছে পুরো আকাশটাকে
এখানে আজ চারিদিক শুধুই আলো ঝলমল
আর পুরোটা কংক্রিটের জীবন, মনুষ্য কোথায় বল!
আজ ঐ অট্টালিকার চূড়ায় বসে নীচে আকাশ দেখি
দূর দূর কোথাও নেই নদী যেন কংক্রিটের পৃথিবী
একদিন ইট কাঠ দালানের ভীরে মানুষ হারিয়ে যাবে
মনুষ্যত্ব তো হারিয়েছিলই মানুষ, সভ্যতা সেই কবে!
আজ ইট কাঠের কংকাল দেখে বড্ড মন কাঁদে
আজ একটি মরা নদী খুঁজি কংক্রিটের ভাঁজে ভাঁজে
সভ্যতার চূড়ান্তে এসে যখন নদী সব মরে যায়
আদতে সভ্যতাই মরে, মনুষ্যত্বের অসভ্যতায়।
২১ অক্টোবর, ২০২০
#কবিতা
মৃত সভ্যতা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন