এই যে সাদা আর কালো
দিন আর রাত
এই যে অমাবস্যা আর জ্যোৎস্না
সূর্য আর চাঁদ;
এই যে হাসি আর কান্না
আনন্দ আর বেদনার প্রকাশ
এই যে সুখ আর দুঃখ
আয়নার এপাশ আর ও পাশ;
এই যে জন্ম আর মৃত্যু
জীবন আর মরণ
তোমরা বলো বিপরীত শব্দ
আমি বলি পরস্পর জড়িত শব্দের ধরণ;
এই যে বছরে বছরে জন্মদিন আসে!
তোমরা সবাই মিলে পালন কর খুব ধুমধামে
কে জানে আগামী বছর এ দিনটাতেই হয়তো
মৃত্যু দিবস পালন করবে আমারই স্মরণে;
এই যে জন্মদিন আর মৃত্যুদিন
এ দুটোই কিন্তু সত্য
মাঝে সুখ-দুঃখ, হাসি-কান্না আর আনন্দ-বেদনা
এগুলো সবই বেঁচে থাকার নিমিত্ত;
সময় ঘড়িটা চলছেই টিক টিক টিক টিক
মৃত্যুটা আসবেই ঠিক ঠিক ঠিক ঠিক
আজ কাল কিংবা পরশু, ঘড়ি থেমে গেলে
কে জানে কার আগে, কে যায় চলে!
০৪ অক্টোবর, ২০২০
#কবিতা
পরস্পর জড়িত শব্দের ধরণ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন