আমি ভুগছি
ভুগছি বড় কোন ক্রাইসিসে
শুধু আমিই না! সম্ভবত আমি তুমি তোমরা সবাই;
আমি কিন্তু ভুগছি নিজে নিজে
তা না হলে কথায় কথায় কেন ফেসবুকে হাত চলে?
আমার পেট খারাপ
আমার মাথা ব্যথা
আমার মন খারাপ
আমার করোনা
আমার ক্যান্সার
এই জানো! আমার না পেট কাটবে আজ
এগুলো স্ট্যাটাস?
হ্যাঁ রে! এগুলো ফেসবুকেরই স্ট্যাটাস
আমি কি হনু রে! বাপরে বাপ!
আমার অসুখে কারো কিছু আসবে যাবে!
তবে কেন আহা উঁহু পেতে চাইছ?
কি করবে শত খানেক আহা উঁহু ইমো দিয়ে?
রোগ সারবে?
সুস্থ হয়ে যাবে!
আরে বাবা অসুখ করেছে চিকিৎসা নাও
বিশ্রাম করো;
জীবনে ভুল যদি কিছু হয়েই যায়! তবে আছে মহান আল্লাহ্ তায়ালার দরবার
নামাজে বস, ক্ষমা চাও
ওনার থেকে বেশী আর কে দেবে তোমায়!
ভাবো! দয়া করে ভাবো।
ফেসবুক স্ট্যাটাস চিকিৎসা না;
হয়তো বাবা মারা গিয়েছেন বহু বছর আগে, এই দিনে
কে জানে! মা হয়তো আমার জন্মের সময়, আজকের তারিখে
আমি কি করি? স্ট্যাটাস দেই ফেসবুক নিরিখে
সকালে সন্ধ্যায়, দিনে রাতে
মৃত মা বাবার ছবি লটকে দিয়ে ফেসবুক ওয়ালে
দিবসের স্মরণে,
আমরা শিক্ষিত হচ্ছি না মূর্খ?
এই যে উঠতে বসতে স্ট্যাটাস!
বল তো রে আয়না! কার কি আসে যায়!
আমার বাবা মা আমারই
তোমারটা তোমারই
ওনারা কেউ কেউ হয়তো মারা গিয়েছেন ওনাদের সময়
আজ যদি ওনাদের কথা মনেই হয়!
রব্বীর হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা
পড়ে ফেলি না!
আমার বাবা মায়ের জন্য দোয়া ফেসবুক করবে না
তাই না?
ওহে মূর্খ আয়না! ভাবো, দয়া করে ভাবো।
ফেসবুক স্ট্যাটাস বাবা-মায়ের জন্য দোয়া না;
আমি কি কষ্ট দিলাম কারো মনে?
কি করব বলো!
অসংগতি গুলো বড্ড চোখে লাগে নিজের কাছে
অসংগতিগুলো মাঝে মাঝে একদম হৃদয়ের গভীরে এসে বাজে
আমরা অস্থির এক অসংগতির জীবন কাটাই
খাই দাই ঘুমাই
আর উঠতে বসতে ফেসবুক স্ট্যাটাস মারাই;
কোন একদিন হয়তো অনেক অপ্রয়োজনীয় স্ট্যাটাসের ভিড়ে
খুব প্রয়োজনীয় একটা কথা বলব!
আমার বাকি হাজারটা স্ট্যাটাসের মাঝে কারো নজরেই পড়বে না
অথচ হয়তো সেটাই ছিলো আমার জন্য আমার সবচেয়ে জরুরী ফেসবুক স্ট্যাটাস
হয়তো খুব সমস্যায় পড়েই দিয়েছিলাম!
মানুষ যথারীতি ভেবে নিয়েছে - আরে! ঐ দেখ! ফেসবুক স্ট্যাটাস!
ও তো উঠতে বসতে পোষ্টায়, শালা খাটাশ।
১৯ অক্টোবর, ২০২০
#কবিতা
ফেসবুক স্ট্যাটাস
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন