বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

খবর

এই! আজ খবরটা দেখেছ!

এই যে দেশের সবচেয়ে ধনী ব্যক্তিটা ছিলো না!

সে কাল রাতে মারা গেলো

আহা! দেশের কি অপচয়টাই না হলো!


আরে তুমি গতকালের খবর তো দেখই নি!

কাল যিনি মারা গেলেন না!

উনি টাকার থেকেও খ্যাত ছিলেন বেশী 

ওনার অনেক ছিলো সম্মান 

অথচ, কি অকালেই না ঝরে গেলো প্রাণ!


তুমি গত সপ্তাহের খবর তো দেখই নি!

ঐ যে নিউজ ফিড জুড়ে একটা ছবি স্ক্রল হচ্ছিলো!

গায়ে স্বর্ণের অলংকার!

স্বর্ণের গাড়ি, স্বর্ণের বাড়ি, এমনকি স্বর্ণের বিমান

টাকার অংকে তার ছিলো না কোন পরিমাণ

অথচ কি হলো!

সেই তো মাটিতেই গেলো!


আচ্ছা! এই যে টাকা পয়সা

ধন সম্পদ 

মান সম্মান!

সারা জীবন ধরে একটু একটু করে কামাই, 

সাথে করে কতটুকু নিয়ে যাই?

কিসের বিনিময়ে কি হারাই?

দম্ভে উনিশ থেকে বিশ হলে 

স্বরূপ দেখা যায় তার;  

আয়না কথা বলে আয়না ভাষায়

আয়না কথা বলে স্বার্থের টোকায়,   

এক ফোঁটা বীর্য থেকে তৈরি মানব

কি তার অহংকার!

কখনো কি ভাবে!

গন্তব্য কোথায় কার?


মাটির ঘর হাসে

মাটির ঘর ডাকে 

মাটির ঘর অপেক্ষায় বসে থাকে 

বীর্যের মাটি হতে;


ওহে! হিসেব দিতে পারবে তো!

যা কিছু কামিয়েছ!


১৮ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

খবর 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন