সুন্দরী একটা চেহারা!
তেল মারা কমেন্ট
বড্ড আজব! তাই না?
উঁহু! এতে আজবের কি হলো?
চোখ সুন্দর দেখলেই মনে পড়বে প্রভাব
সুন্দরের জয়গান মানুষেরই স্বভাব,
এটাই শাশ্বত এটাই স্বাভাবিক
আর তেল মারতে তো আমরা দিগ্বিদিক;
আচ্ছা! এই যে নিজস্ব একান্ত বিশেষ বিশেষ মুহূর্ত!
খুলে দিচ্ছি সবার সামনে!
এটা মনের কোন দিক?
কাকে দেখাতে চাইছি নিজেকে খুলে খুলে!
আদতে আমিই বোধহয় মানসিক,
তোমরা সবাই ঠিক ভাই
তোমরা সবাই ঠিক।
মাঝে মাঝে কিছু কমেন্ট পড়ি!
লজ্জায় নিজেতে নিজেই মরি
এই যে হাজার মানুষের মধ্যে একটা সস্তা কমেন্ট ছুঁড়ে দিলাম!
ঐ সুন্দরীর বন্দনা গেয়ে গেলাম, আচ্ছা! আমি কি পেলাম?
এগুলো ভাবতে গেলে ভার্চুয়ালে এসো না
তোমার যতসব উদ্ভট ভাবনা,
ও ভাই! এগুলোই স্বাভাবিক
আদতে তুমিই একটা মানসিক;
মানসিক, মানসিক শুনতে শুনতে কান ঝালাপালা
ঐ যে সুন্দরীর ছবিটা দেখছ! সে কিন্তু আমার খালা
খালার মনে বড্ড জ্বালা সময় তার কাটে না
রঙচঙে রাঙিয়েও বয়সটা বাঁচে না
আসলে অস্থির এক জীবন তার একাকীত্বে ভরা!
আমি তো জানি! সময় কাটাতে এসে ফেসবুকে পড়েছে ধরা,
বয়সটা কত হলো! পঞ্চাশ পেরোলো খালা
অথচ ছবিতে কি দেখছ! খুব বেশী হলে পঁয়ত্রিশ শালা;
তেল মারা কমেন্টে খালা গলে ওঠে
না দেখা পুত্র বয়সী নরে খালার মন ছোটে
আমি বারবার সাবধান দেই, ও রে ও খালা!
বয়সটার দিকে তাকাও ফেসবুকে করো না খেলা
কার মন কি চায়! সেই শুধু জানে
ভার্চুয়ালের হাতছানি ঘরে ঘরে মনে;
একদিন খালার সাথে ভার্চুয়াল প্রেম তুঙ্গে
খালার প্রেমিক দূর দেশে, খালা বসে বঙ্গে
দুজনাতে কথা হয়, ফেসবুক কথা কয়
তারপর একদিন দুজন সামনাসামনি হয়
নরের মোহ ছোটে নারীর ঢলা দেহ
খালা কেঁদে কেঁদে কয় পৃথিবীতে কারো নয় কেহ;
আমি খালাকে বলি, সাবধান করেছিলাম
খালা জ্বলে উঠে বলে আমি প্রেম করেছিলাম
আমি বলি খালা'গো আয়নায় বয়সটা দেখ
পরকালের চিন্তা কর এবার ফেসবুকটা রাখো,
আসলে যার যার দৃষ্টিভঙ্গিতে নিজে নিজে ঠিক
আমিই যত নচ্ছার, আমিই মানসিক;
ভার্চুয়াল জীবন হয়তো অল্প কিছু দিলো
মূল্যবোধ কেড়ে নিয়ে কিছু মেকি বিলালো
এখানে লাইক আর কমেন্টে সার্থকতা মিলে!
ডিকশনারিতে নৈতিকতা অন্ধকারের তলে
ওহে! এটা দেখানোর জগৎ, এডিট প্রোফাইল পিক
আমিই বোকার হদ্দ, তোমরা সবাই ঠিক ঠিক ঠিক।
২৪ অক্টোবর, ২০২০
#কবিতা
ভার্চুয়ালের হাতছানি ঘরে ঘরে মনে
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন