শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মুখোশের ভেতর মুখোশ

মুখোশের ভেতর চেহারা, মুখোশের ভেতর মুখ

মুখোশ খুললেই আয়নায় চমকে উঠি, ওটা কার মুখ?


মুখোশের ভেতর মনের কাম লুকাই বাইরে আমি সাধু বনে যাই

হাসি মুখ সবাইকে দেখাই ক্রোধে উন্মত্ত চেহারা মুখোশে লুকাই 

বাইরে আলাভোলা মাটির মানুষ মুখোশের ভেতর লোভ আকাশে  

সবার সামনে ভালো মানুষ সেজে স্বার্থ ঢেকে রাখি রঙ্গিন মুখোশে 


মুখোশের বাইরে প্রেম প্রীতি ভালোবাসা ভেতরে রাগ অভিমান ঘৃণা 

বড্ড কঠিন মুখোশ পড়া মানুষগুলোর অনুভূতিগুলো চেনা 

সবার মুখেই মুখোশ আঁটা কারো রঙ্গিন কারো সাদাকালো 

ভেতরের চেহারা যতই কদাকার হোক বাইরেটা জমকালো 


আমি মনের যত আবেগ লুকাই হাসির মুখোশ পড়ে 

মনের ভেতরই রিপু লুকাই ভালোমানুষি ভাব ধরে 

হাসির মুখোশে দুঃখগুলো ঢাকতে পারে বলো ক'জনা? 

থাকুক না মুখোশে ঢাকা আমার সকল কালো আর ঘৃণা


বিপরীত এক জীবন আমাদের মুখোশের ভেতর মুখ 

দুঃখগুলো মনের মুখোশে সকলকে দেখাই সুখ

মুখোশ দেখে সবাই ভাবে, আহা! কি সুন্দর জীবন 

মুখোশের আড়ালে পরাজিত এক কান্নায় ভরা মন 

 

মুখোশের ভেতরেও মুখোশ থাকে যার যার মন জানে 

আয়না কখনো মিথ্যা বলে না মনের সাথে মনে। 


৩১ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

মুখোশের ভেতর মুখোশ 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন