বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

প্রস্তুতি

সময় কি খুব দ্রুত চলে যাচ্ছে? 

এই যে সকাল হচ্ছে!

হতে হতেই রাত

এই যে রাত নামছে!

নামতে নামতেই সকাল,

কই দৌড়ে তো ধরতে পারছি না কাউকেই! 


আজকাল সকাল ধরতে গেলে সূর্য মাথার ওপরে

দুপুর ধরতে গেলে রবি বিকেলের কোলে

সন্ধ্যে ধরতে গেলে আকাশে চাঁদ খেলে

চাঁদটা ধরতে গেলে অন্ধকার কথা বলে

সময়গুলো ছুটছে যেন সময়ের আগে

আমিই শুধু পেছন থেকে থাকি চেয়ে;


এই যে একটি একটি করে দিন যাচ্ছে!

আসলে কি দিন যাচ্ছে! 

নাকি এগোচ্ছি আমি?

এগোচ্ছি তো অবশ্যই এক গন্তব্যের দিকে

এমন এক গন্তব্য যা সবাই জানি 

তবুও ইচ্ছে করে ওখানে কেউ পৌঁছতে চাই না, 

তাই না?


একটা সময় ছিলো যেন দিন কাটতেই চাইতো না!

দিনমান কাজ, কাজ আর কাজ

পড়ালেখা, পড়ালেখা আর পড়ালেখা

খেলা খেলা আর খেলা 

সেই ভোর থেকে রাত অবধি

তবুও কতই না অবসর ছিলো!

আনন্দ অফুরান;

আর আজকাল!

সময়ের সাথে দৌড়ে দৌড়ে যেন হয়রান! 

কোথায় যে সকালের মাথা আর কোথায় যে বিকেলের হাত! 

বুঝতে বুঝতেই ঝরে যায় জীবন থেকে এক একটি রাত; 


আজকাল ঘুমগুলোও চোখ থেকে যাচ্ছে কমে,

হয়তো সামনে লম্বা ঘুমের প্রস্তুতি মনে মনে; 

ঐ ঢং ঢং ঘণ্টা বাজছে শোনো!

কাউকে না কাউকে ডাকছে ক্রমাগত, 

প্রস্তুতি নিয়েছ তো! 


১৮ অক্টোবর, ২০২০


#কবিতা

প্রস্তুতি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন