কেও একজন কুশল জিজ্ঞাসা করলো অনেকদিন পরে
আমি ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ে গেলাম ভাবনার ঘরে,
আজকাল কেও আর এমনি এমনিই কুশল জিজ্ঞাসা করে না
হয় করে অর্থের প্রয়োজনে
কিংবা স্বার্থের
শুদ্ধ কুশল জিজ্ঞাসায় ভ্যাবাচ্যাকা তো খেতেই হয়!
অনেক দিন পর আয়নার সামনে দাঁড়াই, নিজেকেই নিজে কুশল সুধাই
ওহে মানব! কেমন আছ? কেমন কাটছে তোমার জীবন?
একটু ভেবে বলি - সকালটা পারি দিয়েছিলাম ক্ষুধা পেটে, অনেকটা পথ হেঁটে হেঁটে
দুপুরটা কেটেছিল পা ঘষটে ঘষটে, কিছু খাদ্যাহ্নেষণে
বিকেলটা ছেঁড়া স্যান্ডেলটা সামলাতে সামলাতে চলে গেলো সন্ধ্যের পেটে!
সন্ধ্যা তো নেমেছেই আমার জীবনে আর হাঁটছি আমি অন্ধকারের দিকে
আর রাত! সে তো আমি নিজেই;
তাহলে আর বাকি থাকলো কি?
ঐ তো! সকালে ক্ষুধা, দুপুরে ক্ষুধা, রাতে ক্ষুধা! আর ক্ষুধা পেটে ঘুমোতে যাওয়া,
আর কিছু নাই?
আছে তো! সন্তানদের কিছু আবশ্যিক চাহিদা!
খাওয়ার খরচ, পড়ার খরচ, টিউশন ফিস, আজকাল আবার অনলাইন ক্লাস, নেটের বিল
আর কিছু নেই?
আছে তো! নেই নেই নেই নেই হাহাকার!
বৌ এর চিন্তিত মুখের জিজ্ঞাসা! - কিছু হলো! আজ কিছু হলো!
আর তলানিতে পড়ে থাকা কিছু খুচরো পয়সা;
এর মধ্যে যদি কেও কুশল জিজ্ঞাসা করে
তাহলে তো চমকে যেতেই হয়!
আচ্ছা! কি উত্তর দেব তাকে?
এক সময় আমিও ভালো ছিলাম
এক সময় চাকরি ছিলো
এক সময় সকাল উঠে অফিস যেতাম আর সন্ধ্যায় বাড়ি ফেরা
বাচ্চা কাচ্চাদের জন্য হাতে কিছু না কিছু থাকতোই
মাস শেষে বেতন হতো,
তখন মাঝে মাঝে ঘুরতে যেতাম সবাই মিলে
প্রজাপতির পেছনে দৌড়তাম, কখনো ফড়িং এর পেছনে
পাহাড় বাইতাম, নদী সাঁতরাতাম, সাগরে পা ডুবিয়ে বসে থাকতাম
এক সময় না প্রচুর ছবি তুলতাম!
জানো! সেদিন ক্যামেরাটা বিক্রি করার সময় বড্ড কষ্ট হয়েছিলো
খুব খুব শখের ছিলো;
কোথা থেকে যে কি হয়ে গেলো!
করোনা নামের এক মহামারী এলো
চাকরিটাও গেলো,
সঞ্চয় আর কতটুকুই বা থাকে!
বসে খেতে খেতে কিছু খুচরো পয়সা আজ তলানিতে;
আচ্ছা! তোমাদের কারো কি এমন হয়েছে?
নাকি সব হাহাকার শুধু আমারই ঝুলিতে!
২৭ অক্টোবর, ২০২০
#কবিতা
কুশল জিজ্ঞাসা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন