তোমাদের স্কুলে আমার জায়গা হয় নি
না, না! তাতে আমার কোন দুঃখ নেই
আমি পড়ছি তো! পড়ছি বিশেষ স্কুলে
বিশেষ শিক্ষকদের তত্ত্বাবধানে, তাদের ছায়া তলে;
এখানে আমরা সবাই বিশেষ শিশু
বিশেষ বিশেষ গুণে গুণান্বিত
কেও সব বুঝে, কিছু বলে না
কেও অল্প স্বল্প বুঝে, বেশী বেশী বলে
কেও কিছু বুঝে না, শুধুই কথা বলে
আমি তোমাদের অর্ধেক কথা বুঝেই চুপ করে থাকি,
আমরা বোঝা আর না বোঝার দোলায় দোদুল্যমান
তোমরা সর্ব বোদ্ধা তবুও নও আমাদের সমান;
কিভাবে সমান হবে আমাদের বলো?
সমান হলে তো আমাদেরকে তোমাদের স্কুলেই জায়গা দিতে
তোমাদের সাথে খেলতে নিতে
আমাদের সাথে তোমাদের টিফিন ভাগ করে খেতে
তোমাদের পাশে বসতে দিতে
যেগুলো আমাদের বুঝতে কষ্ট হয় সেগুলো বুঝিয়ে দিতে,
কই তোমাদের চোখে সব সময় দেখি কেমন এক অবজ্ঞা
একটু বোধহয় ঘৃণা, তাই না?
অথচ আমরাও কিন্তু তোমাদেরই মত শিশু
হয়তো বুদ্ধিবৃত্তিতে তোমাদের থেকে একটু কম
কিংবা কে জানে! হয়তো তোমাদের থেকে অনেকটাই বেশী,
তাই হয়তো তোমাদের মনে একরকম ভয়ের দোলা দোলে
যদি এই বিশেষ শিশুরা তোমাদের থেকে ভালো ফল করে ফেলে!
ওহে! আমরা তোমাদেরই ভাই বোন
তোমাদেরই বাবা-মায়ের সন্তান
কই আমার বাবা-মা তো ফেলে দেয় নি আমাকে!
তোমরা কেন ফেলে দিলে?
আমাদের দেখে কেন তোমাদের চোখে এত ভয়?
আর মনে সবসময়ই এক ধরণের অবজ্ঞার খেলা,
ওহে! আমাদেরও হাসি পায়, আমাদেরও কান্না পায়
আমরা কিন্তু সবচেয়ে বেশি বুঝি তোমাদের অবহেলা;
তোমরা আমাকে যতই অবহেলা কর আর কর অপমান
আমি গর্বিত, আমি আমার বাবা মায়ের বিশেষ সন্তান।
২৯ অক্টোবর, ২০২০
#কবিতা
বিশেষ সন্তান
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন