শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ইচ্ছেগুলো পাখির ডানায়

মানুষের কতরকম ইচ্ছেই না থাকে! 

আমার ইচ্ছে করে পাখি হতে,

পিঠে একজোড়া ডানা থাকলে বেশ হতো

নিমিষেই মিটিয়ে দিতেম তোর আর আমার দূরত্ব; 


আকাশের দিকে চোখ মেলতেই চোখে নীলের ধাক্কা 

আমি ঝকঝকে আকাশের কথা বলছি

আকাশ কখনো কখনো ধুসর হয়, কখনো কখনো কালো

যখন তার মন খারাপ তখন আকাশ কাঁদে, তোমরা বৃষ্টি বলো; 


আমার খুব ইচ্ছে করে কোন একদিন ঐ মেঘের ওপর দিয়ে উড়ে যেতে

না, না, ইকারাসের ডানায় নয়, পাখির ডানায় 

সূর্যের ওপারটায় যদি কখনো পাখা মেলে উড়ে যাওয়া যেত! 

আচ্ছা! সূর্যের ওপারে কি ভালোবাসার নগরী আছে? 


আমি সূর্যোদয় দেখি, সূর্যাস্ত দেখি

ভালোবাসা দেখব বলে,

কখনো চোখ ঝলসে দেয় সূর্য কখনো অন্ধকার

আমি তো তোর হয়েই থাকি, তুই কার?


আকাশের ওপরে কি আছে? আরেকটা আকাশ? 

তার ওপরে? মহাকাশ? আচ্ছা মহাকাশও কি নীল? 

তবে তো নিশ্চয়ই ওখানে দুঃখ অনেক বেশি 

একবার বড্ড ইচ্ছে করে পাখির ডানায় নীল পেরোতে;


একদিন আমি ঠিক পাখি হব, ঐ অনেক ওপরে আকাশে উঠে যাব

একদিন আকাশের নীলগুলো ছুঁয়ে দেব, নীলে কান্নাগুলো গুলিয়ে নেব 

একদিন ঠিক ভালোবাসতে শিখব, আকাশের ওপরের ভালোবাসার নগরীতে 

তারপর না হয় ঘুমিয়ে পড়ব, তোমরা আমায় রেখে দেবে সাড়ে তিন হাত মাটিতে।


 


৩০ এপ্রিল, ২০২২


#কবিতা 


ইচ্ছেগুলো পাখির ডানায় 

 - আহসানুল হক 




    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন