বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

ভালোবাসার সৌরভ


ভালোবাসার সৌরভ

ফেলে গিয়েছিলে ভুলে যাবার কালে
খোঁপা থেকে খুলে বেলি মালা খানি
সাঁঝের বেলায়
কি জানি? হয়তো ইচ্ছায় বা অনিচ্ছায়
আমি মনে করে নিলেম এটাই তোমার উপহার
সৌরভ জড়িয়ে ধরে রেখেছিল আমায়
সারারাত ধরে
তোমার চুলের গন্ধে মাখানো বেলি মালার;
সারারাত – সারাটি রাত।

সৌন্দর্যের পূজারী আমি সুগন্ধির পাগল
তুমি তা খুব ভালো করেই জানো
তাই হয়তো আমার ভাবনাগুলো নিয়ে
মাঝে মাঝে খেলা করো
আমাকে ভালোবেসে কিংবা
যন্ত্রণার অনলে পোড়াতে – ভালোবাসার।

স্বপ্নে দেখা পরী আমার
দেখা দিয়েছিলে এ-ভুবনে এসে হঠাৎ করেই
আর ছিনিয়ে নিয়েছিলে হৃদয় আমার ভালোবাসে
মাঝে মাঝে একটুকু আসো
পাশে এসে বসো
একটু আদর ভালোবাসার;
মাঝে মাঝে তাই হয়তো বিলিয়ে দিয়ে যাও
আমাকে একটু জড়িয়ে ধরে
তোমার গায়ের অনঙ্গ সুবাস।

আর যাবার কালে
তাই হয়তো দিয়ে গেলে আমায়
বেলি ফুলের গন্ধের সাথে
তোমার গায়ের গোপন সৌরভ
মাখানো ভালোবাসাগুলো
আমি গন্ধে মেতে থাকি
সারারাত – সারাটি রাত।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন