শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

অভিমানের আগুন


তোমার অভিমানের আগুন আমায় পুড়িয়ে দিচ্ছে ভেতর থেকে
অনুতাপের আগুনে পুড়ে যাচ্ছি আজ নিজেকে শুধরে নিতে
দৃষ্টি অন্ধ করা এক ঝুম বৃষ্টিপাত হলে ভালো হত আজ
ধুয়ে নিয়ে যেত অনুতাপ আর অভিমানের সব আগুনগুলো
না হয় এখানে ওখানে পড়ে থাকতো পোড়া কিছু ছাইগুলো
কোন এক ঝড়ো বাতাসে উড়িয়ে নিয়ে শুদ্ধ করত আমাদের।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন