বুধবার, ২২ আগস্ট, ২০১২

অন্যভুবনে দেখা হবে


অন্যভুবনে দেখা হবে

আমি কোন এক মরণের অপেক্ষায় বসে আছি
তুমিও বসে প্রহর গুনছ অপেক্ষার
পৃথিবীর অন্য এক পারের দেশে
দুজনের হয়তো হবে দেখা আবার
কোন এক অন্যভুবনে বসে
তুমি চাঁদ হয়ে জ্যোৎস্না বিলিয়ে যাবে
আমি শুকতাঁরা হয়ে রব তোমার পাশে এসে
মনে পড়বে হয়তো আমাদের দুজনেরই
উড়তে চেয়েছিলেম আমরা দুজনে একসাথে
ডানা মেলে আকাশের গাঁয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন