শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

পথ



পথ
- যাযাবর জীবন

সবাই আগে বাড়ে
পৌঁছতে খ্যাতির শিখরে
কিংবা অর্থের প্রাচুর্যে,
যার যেটাতে মন ভরে;
কিসের বিনিময়ে?
কে খতিয়ে দেখে পিছু ফিরে?

কত পথ আর সামনে যাবি'রে এক জীবনে?
দেখ'না একবার পিছু ফিরে,
কত আপনজন
কত প্রিয় সম্পর্ক
আর
কতটা পথ ফেলে এসেছিস পেছনে।


বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

বংশ



বংশ
- যাযাবর জীবন

একটা বয়সে ভালোবাসা প্রেম নির্ভর
চোখে চোখ ঠারে,
একটা বয়সে কাম নির্ভর
শরীর ঘসা শরীরে,
একটা বয়সে মমতা নির্ভর
অনুভবে দুজনে,
প্রেম, কাম আর মমতা
সব বয়সেই থাকে,
আনুপাতিক হারে;
ভালোবাসার মানদণ্ডে,
সুহৃদ হলে;

আর নয়তো, পশুওতো বংশবৃদ্ধি করে।

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

কোথায় ভালোবাসা?


কোথায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসতে পারে কজন?
অন্ধত্ব কিনেছি মোহে;
ভালোবাসার বাস কোথায়?
আকর্ষণ সবই তো ঐ দেহে;
রিপুর সামনে বিবেক দাঁড়ায় না কখনো
যদি মোহের আয়না ভেঙ্গে যায়!
দেহ সর্বস্ব ভালোবাসায়।
সত্যকে গ্রহণ করতে পারে কজন?

রাতের গায়ে রাত উঠলেই
রিপুর গায়ে আমি
দেহের ওপর দেহ চড়লে
ভালোবাসা বলে দামী;

আসলে প্রেম ট্রেম কিছু নয়
আমার রক্তমাংসের কম্বল চাই
হিম রাতে কাম জুড়াবো;
ভালোবাসা থাকুক না হয় কবিতা হয়ে।






জীবন যাপন



জীবন যাপন
- যাযাবর জীবন

জীবনের অনেকগুলো দরজা
একটি পাড়ি দিতেই সামনে আরেকটি,
মনের অনেকগুলো জানালা
একটি বন্ধ করতেই সামনে আরেকটি;
জীবন চলতে অনেকগুলো সমস্যা
সমস্যার বহু বাহু
চারিদিক থেকে আঁকড়ে ধরে
ছাড়াতে গেলে যেন আরও বেশী জড়িয়ে পরে,
মানুষের জীবনে যখন খারাপ সময় আসে
সকল দরজা জানালা দিয়ে যেন সেগুলো
একসাথে ঢোকে;
এটাই বাস্তবতা, কেও বলে নিয়তি
আমরা কলের পুতুল মাত্র
ভালো খারাপ প্রতিটা সময়েরই আছে
তার নিজস্ব গতি।

মন একদিকে আঠারো বসন্তের রঙ্গিন স্বপ্ন দেখে
জীবন আরেকদিকে গোধূলির ফ্যাকাসে বিকেলে হোঁচট পড়তেই
সমস্যাগুলো অট্ট হাসে,
আমরা অপেক্ষায় থাকি কালরাত অবসানের;
জীবন এগিয়ে চলে।

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

সংসার জীবন



সংসার জীবন
- যাযাবর জীবন

জীবনটা বদলে যায়
খুব সহসায়, একটি মৃত্যুতে
মুহূর্তের ব্যবধানে,
মাথার ওপর ছাতা সরে গেলে
নতুন সংশয় নতুন জীবনে
কি হবে? কে জানে?

মাথার ওপর বটের ছায়া
ছায়ার তলে জীবন যাপন
নির্ভরতার সহজ জীবন
যখন ইচ্ছে যেমন তেমন;

মাথার ছাতা সরে গেলে
ওলট পালট মানব জীবন
নতুন করে বাঁচতে শেখা
বদলে যায় মনের ভুবন;

নতুন করে ছায়ার প্রয়োজনে
নতুন বটগাছ সংসার জীবনে
হাল ধরতেই হয় কাওকে না কাওকে
বেঁচে থাকতে, জীবনের প্রয়োজনে।

জীবনটা বদলে যায়
খুব সহসায়, দায়িত্ব মাথায় এলে
মুহূর্তের ব্যবধানে,
চারাগাছ মহীরুহ হয়ে ওঠে
ছায়া দেবার প্রয়োজনে
নতুন করে নতুন সংসার, নতুন জীবনে।

জীবন এগিয়ে চলে ঝড় ঝঞ্ঝা সয়ে
জীবনের প্রয়োজনে,
পুরনো বটবৃক্ষ রয়ে যায় শিক্ষক হয়ে
নতুন মহীরুহের মনে।






সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

যাত্রা


যাত্রা
- যাযাবর জীবন

চারিদিকে মৃত্যুর পদধ্বনি
কাছের ও দূরের মানুষগুলো চলে যাচ্ছে বহু দূরে
খুব সহসাই, হঠাৎ করে;
কিছু করার নেই শুধুই চেয়ে থাকা
আর মাটির দেহ মাটির ঘরে শুইয়ে রেখে
মাটি চাপা দেয়া।

কারো কারো কাছে মৃত্যু মানে হিমঘরে বাস
কারো কাছে জীবনের সমাপ্তি
আমার কাছে নতুন এক জীবনের হাতছানি;
অপেক্ষায় আছি..................



প্রেমপোকা


প্রেমপোকা
- যাযাবর জীবন

দেহ দরে ভালোবাসার নিত্য বিকিকিনি
চব্বিশ ঘণ্টার কেনাবেচার হাঁটে
কোন এক কালে হত শুধুই রাতে;
আমি তো সেই কবেই
মনদরে ভালোবাসা বেঁচে দিয়েছিলাম তোকে
তুই কিনেছিলি নগদ মূল্যে দেহদরে
মন আর দেহের মূল্য পার্থক্যের
সুদ দিয়ে যাচ্ছিস আজো লবণে;
ঝুল জমা প্রেমের কড়িকাঠে
প্রেমপোকা হয়তো এখনো ইতিহাস রচে
লবণে চোখ ক্ষয়ে গেছে আমার,
কে দেখে?



রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

হিবিজিবি গল্প



হিবিজিবি গল্প
- যাযাবর জীবন

মুখে তো কথার তুবড়ি সারাটা দিন কলকল
চোখের ভাষা পড়তে গেলেই দেখি চোখেতে জল;
নোনাজলে কান্না ভিজিয়ে
রাতের আঁধারে মুড়ে দিলাম প্রেমের অসুখ
গালটোল হাসিটা দেখতে ইচ্ছে করলেই
কন্যাসুন্দরী আলোতে দেখি ভেজা চোখ।

শোন,
আজ একটা গল্প বলি তোকে
একদিন এক ব্যাঙ্গমা আর এক ব্যাঙ্গমি মেতেছিল প্রেমে
তারপর সুখ-দুঃখ, হাসি-কান্না, মিলন-বিচ্ছেদ
তারও পরে ক্রমাগত............
অসমাপ্ত গল্প;
যেখানে শেষ করি সেখানেই আবার নতুন শুরু,
যুগের পর যুগ............
আচ্ছা গল্প থাকুক......
কিন্তু..................,

তোর কথা বলতে গেলেই তো কবিতা হবে
জ্যোৎস্নার বাতিটা আবার জ্বলবে কবে?

অমাবস্যার বাতিটা জ্বালানো থাকুক আরও কিছুক্ষণ
কান্না দেখাতে ইচ্ছে করে না তোকে।



সুখে থাকা


সুখে থাকা
- যাযাবর জীবন

আমি সুখে আছি আমার মত
তোমাদের মনে কেন জ্বালা তবে এত?
পুড়ে মরুক আগুনে পিপীলিকা যত.
আমি মহাসুখে আছি আমার মত।

আকাশ সুখে আছে চাঁদ তারা নিয়ে
চাঁদ সুখে আছে রাতে জ্যোৎস্না বিলিয়ে
মিটিমিটি হাসে অন্ধকারের তাঁরা
তোর প্রেমেতে আমি পাগল পারা

তুই সুখে থাক দিনের মত
সূর্যের হাসি থাকুক তোর মুখেতে যত
সুখবৃষ্টি তোর চালেতে টাপুর টুপুর
গালটোল হাসি তোর মুখে নৃত্য নূপুর

নদী সুখে থাকে ঢেউ বুকে নিয়ে
মাঝে মাঝে চর জেগে দেয় কাঁদিয়ে
তোর কথা মনে হলেই হৃদয় দেয় নাড়া
তোর প্রেমেতে আমি দিশেহারা।

আমি সুখে আছি আমার মত
তোমাদের মনে কেন জ্বালা তবে এত?
পুড়ে মরুক আগুনে পিপীলিকা যত.
আমি মহাসুখে আছি আমার মত।








আজব শব্দ


- যাযাবর জীবন


স্পর্শের দূরত্বে তুই
হাতছানি ভালোবাসার
হুট করে মুখফস্কে শব্দটা বেড়িয়ে যেতেই
তুই হয়েছিলি আমার;
কি যে এক আজব শব্দ!
"ভালোবাসি"।

শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫

মানুষ



মানুষ
- যাযাবর জীবন

কিছু সম্পর্ক দোলায়
মোহে, প্রেমে কিংবা কামে;
কিছু সম্পর্ক ভাবায়
বেঁচে থাকার প্রতি দমে;

কিছু সম্পর্ক কাঁদায়
বিচ্ছেদে ভালোবাসায়
কিছু মানুষ হাসায়
ভেঙ্গে পড়া নিরাশায়;

কিছু মানুষ মাথায় হাত রাখে
অনেক মমতায়
কিছু মানুষের কাঁধে মাথা রাখা যায়
পরম নির্ভরতায়;

আমি কোন দলেই পড়ি না
এদের মাঝে
হয়তো মানুষ নয়, অন্য কিছু বাস করে
এই মাটির দেহে।


বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

সম্পর্ক



সম্পর্ক
- যাযাবর জীবন

সম্পর্কগুলো কারো কারো কাছে
ঘাসের ডগায় শিশির কণা
সারারাত আপন হয়ে জড়িয়ে রয়
সূর্যের তাপে বাষ্প হয়ে মিলিয়ে যায়;

সম্পর্কগুলো কারো কারো কাছে
কচু পাতায় পানির খেলা
দৃষ্টিনন্দন হলেও খুব সহজেই ঝরে যায়
একটু টোকায় কিংবা বাতাসের দোলায়;

সম্পর্কগুলো কারো কারো কাছে
রাখাইনদের পানি খেলা
বছরে একবার রঙিন
তারপর বর্ণহীন;

তুই সারাক্ষণই এর ওর সাথে দিস তুলনা
আমি খেলা দেখি, সম্পর্ক বুঝি না।


বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

ফেসবুক



ফেসবুক
- যাযাবর জীবন

ফেসবুক কি আর মনের কথা বলে?
এখানে অনেক চাতুরী অনেক ছল চলে
সবাই এখানে বড্ড আবেগের কথা বলে
ভালো হত এর নাম "মনবুক" হলে;

চিৎকার করে আনন্দের কথা বলে প্রোফাইল ছবি
অথচ স্ট্যাটাসের লেখাগুলোতে দুঃখের বার্তা সবই
"এ তো মুখে এক আর মনে আরেক" কথার বাস্তব চিত্র
বুঝি না এখানে কে যে শত্রু আর কে যে মিত্র;

ফেসবুক কি আর আদতে ফেস এর কথা বলে?
ভালো হত এর নাম "মনবুক" হলে।


মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

কাল



কাল
- যাযাবর জীবন

কালের ফাঁক গলে কাল হারায়
চোখ বুজতেই তুই
চোখের পলকে কাল পিছু সরে যায়
আমি একলা পড়ে রই;
কাল কাল করে সুদিনের অপেক্ষায়
মাটি করেছি কতকাল
আজ, কাল, পরশুর বাহানা বাহানায়
কাল'কে করেছিস তুই ঢাল;
জীবন থেকে মুছে গেছে আজ
সুর লয় আর যত তাল
এখন তুইও শূন্য আমিও শূন্য
অপেক্ষার নৌকায় ওড়ে প্রতীক্ষার পাল;
আজ তুই তোর জীবনে
আমি আমার জীবনে
দুজন দুটি সংসারে
ধরে রেখেছি দুটি হাল।
...........................
......................
...................
...............
...........
........
....
..
.

তারপর একদিন খুব হঠাৎ করেই
তুই সামনে
চোখের চমক
একটু থমক
চমকে উঠেছিলাম আমি,
একটু লাজ কি ছিল তোর দুচোখে?
তখনো তোর চোখের ভাষা পড়তে পারি নি;
তারপর আবার ক্রমাগত।
........
....
..
.

আবার আমাদের দেখা তো হতেই পারে "কাল"
আমার আগামী যদি, না হয়ে যায় তোর গত
সেই সেবার এর মত।


অন্ধকারের পদধ্বনি



অন্ধকারের পদধ্বনি
- যাযাবর জীবন

প্রহর গড়িয়ে দুঃখ বিলাস
অশ্রু গড়ায় মনের চালে
একটু বেখেয়াল হতেই
প্রিয়তমার হাত অন্য হাতে,
একে ভালোবাসা বলে?
যতই লোম বাছা হোক না কেন কম্বলের
পশম রয়েই যায় দু চারটি লেজ বাঁকা কুকুরের;
রাত্রি তো আসবেই দিনের শেষে
অন্ধকারে ভয় কি?
আকাশে জ্যোৎস্না থাকুক কিংবা অমাবস্যা
আমার বুকে রাতের পদধ্বনি
অন্ধকারে তাঁরা ফুটুক আর নাই ফুটুক
মনের চালে কান্নার চোঁয়ানো ফোঁটাগুলো গুনি।


সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

সাদা, কালো, বাদামী



সাদা, কালো, বাদামী
- যাযাবর জীবন

কত রঙের চামড়ায় মোড়া
কত রঙের মানুষ
সাদা, কালো কিংবা বাদামী,
সবাই ওপরওয়ালার সৃষ্টি;
জন্মের সময় প্রত্যেকের মনের রং সাদা
দেখনি কি তোমরা?
বন্ধ কেন তোমাদের অন্তর্দৃষ্টি ?

সময়ের সাথে সাথে লোভের আগুনে
কম আর বেশী পোড়াই মনটা’কে
কিছু লোভ, রিপু’ র কিছু দোষ
আছেই আমাদের মনে
বেশীরভাগ মানুষের মনের রং তাই বাদামী;
যারা পোড়ে রিপুর গনগণে আগুনে
মনটা পুড়ে তাদের
কাঠকয়লার কালো,
খুব হাতেগোনা কিছু মানুষ রিপুজয়ী এ-ভুবনে
মন’টা ধবধবে সাদা তাদের
যেন মধ্য দুপুরের সূর্যের আলো।

ফরজগুলো আদায় হয়েছে কি?
নাকি দ্বীন’কে ভুলে,
দুনিয়াদারি’তে ভেসে চলেছি?
যেতেই হবে সে ভুবনে
আজ, কাল কিংবা পরশু;
মনে আছে কি?
নিজে নিজেই না হয়
একবার একটু ভেবে দেখি!





শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫

কবর



কবর
-যাযাবর জীবন

ও বাবা,
ও আমার আদরের ধন
ও আমার সন্তান;
তোকে কোল থেকে মাটিতে রেখেছিলাম কবে?
তোর আরাম ঘুমের জন্য বাজারের সেরা নরম বিছানা,
দেই'নি এনে?
শুতে পারতি না শক্ত বালিশে
দেই'নি বানিয়ে নতুন বালিশ তুলো ধুনে?
আজ তবে এ কোথায় শোয়ালি আমায়
মাটি কেটে;
বালিশ বিহীন
মাটির বিছানায়
দমবন্ধ ছোট্ট মাটির ঘরে?

একটু গরমেই ঘুমাতে পারতি না তুই এসি ছাড়া
ইলেক্ট্রিসিটি না থাকলে? ক্রমাগত হাতপাখা;
তখন আই পি এস এর অনেক দাম;
তবুও তুই তো সন্তান
ফুল স্পীডে ফ্যান চালানোর জন্য
দেই নি তোকে এনে?
আজ এ কোন দমবন্ধ মাটির ঘরে রেখে যাচ্ছিস আমাকে
গুমোট গরমে?

চিরটাকাল তোকে ঘুম পারিয়েছি
শীতের রাতে লেপমুড়ি দিয়ে ওম ঘরে
আজ এ হিম শীতের রাতে কেন শোয়ালি আমায় ঠাণ্ডা মাটিতে?
ও বাবা, বড্ড শীত করে
এখানে এই মাটির ঘরে;
তোর দোহাই লাগে
লেপ কম্বল একটা কিছু দিয়ে যা আমারে।

কাড়ি কাড়ি টাকা
ধন সম্পদের পাহাড়
কোথায়, কবে, কি, কম দিয়েছিলাম তোকে?
আমার বেলায় আজ কেন এত কৃপণ হলি?
মাত্র তিন টুকরো মার্কিন কাপড় দিলি?
তোদের ঘরে বাতির অভাব রেখেছিলাম কবে?
আমাকে কেন রেখে যাচ্ছিস আজ অন্ধকারে
জানিস না অন্ধকারকে আমার বড্ড ভয় করে?
থাকব কিভাবে এই অন্ধকার ঘরে?

মনে আছে তোর
সেই যে, কত বড় খাট বানিয়েছিলাম পুরো ঘর জুড়ে?
যে বছর তোর ছোট্ট বোনটি এলো আমাদের ঘরে;
তুই খেলায় মেতে বিছানার এ মাথা ও মাথা করতি
লাফালাফি, ঝাঁপাঝাঁপি; আরও কত কি?
মনে আছে?
আজ আমার জন্য সাড়ে তিন হাত ছোট্ট মাটির বিছানা?
হ্যাঁ’রে!
একটুও কষ্ট হলো না তোর?

মনে আছে?
কাওকে না কাওকে পাশে লাগতোই তোর
রাতে কিংবা দিনে
ঘুমে অথবা জাগরণে
একা থাকতে চিরকালই বড্ড ভয় ছিল তোর;
যখনই ভয় পেতি
হাত বাড়ালেই আমায় পাশে পেতি;
কখনো তো ছাড়িনি তোর হাত
আজ তবে কেন ছেঁড়ে যাচ্ছিস এখানে আমায় ফেলে একা?
তোদের ছাড়া আমি যে বড্ড একা একা;
জানিস না?
ও বাবা!
যাসনে তোরা;
এখানে একা রেখে আমায়
ছোট্ট এই অন্ধকার মাটির ঘরে;
ও বাবা!
আমার বড্ড ভয় করে।



শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

ডাস্টবিন



ডাস্টবিন
- যাযাবর জীবন

ওহে,
দাঁড়াও না একটু
এখনই চললে কোথায়?
ব্যবহার কি শেষ হয়েছে এবারকার মত?
আরে, আরে!
ব্যবহার কি শেষ হয় একবারে?
আবার তো আসতেই হবে তোমাদের
নানা নিমিত্তে ব্যবহারে!
বারে বারে, বারে বারে।

খেলার পুতুল ভেবে খেলতে আসে রাজনীতিবিদরা
ভোট ব্যবসায়ীরা আসে ঝুলি ভরতে কিংবা ফেলতে
স্বার্থান্বেষীরা স্বার্থ উদ্ধারে
লোভী কিছু মানুষ লোভের পিক ফেলে;
কোন একটা তো জায়গা লাগবে!
ময়লা ফেলার কিংবা ঘেঁটে কুড়ানোর।
যখন কোন কিছুই না লাগে
তখন এক চিপটি পানের পিক
আর না হয় দুটো গালি হলেও ফেলে যাও তোমরা;
আমি আম জনতা!
আমিই তোমাদের ডাস্টবিন।
পার্থক্য আছে কি কোথাও?
নিমিত্তে ব্যবহারে
আম জনতাকে
কিংবা ডাস্টবিন
আর না হয় আমা'রে?

ওহে!
দাঁড়াও একটু;
এক চিপটি পিক ফেলে যাও।
আবার না হয় রঙ করে দিও নতুন করে
ভোটের আগে
স্বার্থ উদ্ধারের কালে
যখন যার যেভাবে
কাজে লাগে।


বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

আমার বাবা:


আমার বাবা:



পিতা মাত্রই সন্তানের জীবনে একটি বটগাছ। মাথার ওপরকার ছায়া হঠাৎ করে সরে গেলে তবেই বোঝা যায় কি নিশ্চিন্ত নির্ভাবনায় এতটা কাল কাটিয়েছি বিশাল এক মহীরুহের নীচে।

আমার বাবা গত ৫ই জানুয়ারি, ২০১৫ (বিকেল ৪.৪০মিনিটে) আমাদের ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে ("ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" - 'নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব')।

সারাজীবন উনি আমাদের শুধু দিয়েই গিয়েছেন। ভালোবাসা আর শ্রদ্ধাটুকু ছাড়া কারো কাছ থেকে অন্য কিছুই নেন নি তিনি। মৃত্যুর সময় সাথে করে গেলেন শুধুমাত্র নিজের সারাজীবনের সঞ্চয় - দু হাত উপচানো নেক আমলনামা ।

বই পুস্তকে সবাই পড়ে থাকে নির্মোহ, নির্লোভ মানুষের কথা; আমার অনেক সৌভাগ্য যে জন্ম থেকে এই অব্দি এতটা জীবন কাটিয়েছি রিপু-জয়ী একজন মানুষের ছায়ার তলে - “তিনি আমার বাবা”।

অনেক বড় সৌভাগ্যবান না হলে এমন বাবার সন্তান হওয়া খুব কম মানুষের ভাগ্যেই জোটে। আমি গর্বিত, আমি সৌভাগ্যবান।
বাবা, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। তোমার অভাব পূরণ হবার নয়।

"মিনহা খালাকনাকুম,
ওয়া ফিহা নুয়িদিকুম,
ওয়া মিনহা নুখরিজুকুম
তা-রাতান উখরা।"
অর্থ: "এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাদের ফিরে আসতে হবে, এবং এখান থেকেই আরও একবার তোমাদের ফিরিয়ে আনা হবে।"
তোমার সাড়ে তিন হাত ছোট্ট ঘর পরিণত হোক বেহেস্তের বাগানে। শেষ পুনরুত্থানের আগ পর্যন্ত তুমি ঘুমাও শান্তিতে – আমীন।

হঠাৎ করে আসা শোকে কিংকর্তব্যবিমুর অবস্থায় অনেককেই জানাজার সংবাদ জানাতে পারি নাই, কাছের এবং দূরের সকলের কাছে এ জন্য ক্ষমা-প্রার্থী।
আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া-প্রার্থী।

***************************************

একটা গাছ ছিল
বিশাল
মহীরুহ
দিগন্ত বিস্তৃত,
বটগাছের জন্মই ছায়া দেবার জন্য;
পাখ পাখালির আশ্রয়স্থল
জীব জগতের মাথার ওপরকার ছাদ
ঝড় ঝঞ্ঝা রোদ খরা
বৃষ্টি বজ্রপাত
আরও কত বালা
সকল মুসিবত নিজের মাথায় নিয়ে
স্থির, অবিচল বটবৃক্ষ মাথার ওপর ঠায় দাঁড়িয়ে;
আমরা জীবন কাটাই নিশ্চিন্ত নির্ভাবনায়
মাথার ওপর আছে ছাদ।

হঠাৎ করেই দমকা ঝড় আসে
কেও কিছু বোঝার আগেই বটবৃক্ষ তার শেকড় উঠিয়ে নিয়ে চলে যায়
অন্য এক ভুবনে,
না ফেরার দেশে;
মাথার ওপরকার ছাদটা সরে গেলে বড্ড অসহায় লাগে,
যার গেছে সেই বোঝে।

ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি খরা
দুর্যোগ বালা মুসিবতে ভুবন ভরা;
এ সব কিছুই সইতে হবে এখন থেকে আমাদেরই,
মাথা পেতে।


***************************************


শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

হয়তো অন্ধকার



হয়তো অন্ধকার
- যাযাবর জীবন

কোন এক সবুজ সন্ধ্যায়
হয়তো আবার আমি অবুঝ হব
ঘরে ফেরা পাখিগুলোর দিকে চেয়ে
হয়তো তোতে মন হারাবো
হয়তো সেদিন তোর পথ চেয়ে পথ হাঁটব
হয়তো সেদিন খোলা চোখে স্বপ্ন আঁকব
হয়তো নতুন করে তোকে আবার ভালোবাসবো
আবার
আরেকটি বার
হয়তো সেদিন;
কোন এক
সবুজ
সোনালী
কিংবা
কোন হরিণ সন্ধ্যায়;
সেদিনও না হয় আবার আমাকে ফিরিয়ে দিস
ঠিক আজকের মত করে,
মনটাকে আবার না হয় পোড়াব সেদিন
ওড়াব ছাই কাকের ডানায়;
ভালোবাসা কি রাত্রি না অন্ধকার?

আকাশে ফিনিক ফোঁটা জ্যোৎস্নার ফুলঝুরি
তবুও আজকের রাতটা বড্ড বেশী কালো
চাঁদের সাথে সাথে মন পুড়েছে কোথাও
স্বপ্নগুলো পুড়ে অন্ধ হয়েছে আলো;
চোখটা এত ঝাপসা লাগে কেন?

ভালোবাসা কি তবে জীবিতদের কবর?


শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

শব্দ নিয়ে খেলা


শব্দ নিয়ে খেলা
- যাযাবর জীবন

শব্দ নিয়ে খেলতে খেলতে
কখন জানি মনের অজান্তে
মন নিয়ে খেলা শুরু করেছিলাম;
এখন কবিতা পুড়ছি দহনে।

রোদ-মগ্ন পাখির ঠোঁটে সূর্য পোড়ে,
পুড়ে যাক রোদ
পাখির কি এসে যায়?
ধ্যানমগ্ন বক ঘিরে মাছ ঘোরে,
ঘোরে ঝিনুক বুকে মুক্তোদানা
নির্লিপ্ত বকের কি এসে যায়?
প্রহরের সাথে সাথে রঙ বদলায় রোদ,
ছাতা থেকে কালো রঙ চুইয়ে
মনকালো করেছে আমায়।

রোদ পুড়ে যাক পাখির ডানায়
বৃষ্টি নামুক কদম বনে
জ্যোৎস্না পুড়ুক জোনাক আলোয়
দহনে ভালোবাসা সব জ্বলে যাক মনে;
তোর চিবুক ছুঁয়ে নেমেছে ভোরের রোদ
আজ তুই পূর্ণ নারী সকলের কামনার
অন্ধকারে পুড়ে পুড়ে আমি কালো হয়েছি
রাত্রির সাথে সখ্যতা আমার।

এখন শুধুই অন্ধকার মনে
অন্ধকার নিয়ে
অন্ধকার ঘিরে
কিছু অন্ধকারের গান,
আর কিছু অন্ধ শব্দ দিয়ে
খেলার চেষ্টা ঘন অন্ধকারে;
তোর কথা যে ভুলতে হবে
অবশ্যই আমারে।



ভয়



ভয়
- যাযাবর জীবন

সে অনেক অনেককাল আগে,
কোন একদিন
ছুটেছিলাম গোলাপ কুঞ্জে
ফুলের সুবাসে
রক্তাক্ত হাতে অবাক বোধোদয়
ফুলেও কাঁটা থাকে,
আজো ভালোবাসার ঘ্রাণে বড্ড ভয়
যদি হৃদয় আবার রক্তাক্ত হয়!

এখনো তোর কথা মনে হলেই
কাঁথার নিচে ভ্রূণ-কুণ্ডলী;
প্রেম আমার জন্য নয়।



বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

স্বীকারোক্তি



স্বীকারোক্তি
- যাযাবর জীবন

দোষ'কে ছুঁড়ে দিতে জুড়ি নেই কারো
ভেতরের দোষগুলো বেড়ে যায় আরও
কাঁদা ছোড়াছুড়ি খেলায় ওপরে ঢিল ছোড়ে
ভুলের কাঁদার ঢেলা নিজের মাথায় পরে
ভুলের স্বীকারে যত ভোগে হীনমন্যতায়
ভুলের ভোগে আরও ভুলগুলো যায়
সরল স্বীকারোক্তিতে না হয় কমলো কিছু মান
চিরতরে হবেই হবে সে ভুলের অবসান।




হৃদয় হীন


হৃদয় হীন
- যাযাবর জীবন

তিতলি ডানায় নানা দুঃখ ওড়ে
পাখির ডানায় কত কান্না ঝরে
ঘুঙুরে ঘুঙুরে নাচে প্রেমের ছন্দ
তবলায় ঘা দিতে থাকে মনের দ্বন্দ্ব
টুপ টাপ টুপ চোখের জল
অনেক বয়ে গেছে অশ্রু ঢল
ঠুক ঠাক ঠুক হৃদয়ে হাতুড়ি
ঘাটে ঘাটে অনেক দিয়েছে বাড়ি
মনের বাঁশরিতে আজ বিষের বীণ
শূন্য হতে হতে হয়েছি হৃদয় হীন;

মনাকাশে নানা রঙের মোহের মেঘ ভেসে রয়
বরফে হৃদয় ঘষে কি আর ভালোবাসা হয়?