বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

জীবন যাপন



জীবন যাপন
- যাযাবর জীবন

জীবনের অনেকগুলো দরজা
একটি পাড়ি দিতেই সামনে আরেকটি,
মনের অনেকগুলো জানালা
একটি বন্ধ করতেই সামনে আরেকটি;
জীবন চলতে অনেকগুলো সমস্যা
সমস্যার বহু বাহু
চারিদিক থেকে আঁকড়ে ধরে
ছাড়াতে গেলে যেন আরও বেশী জড়িয়ে পরে,
মানুষের জীবনে যখন খারাপ সময় আসে
সকল দরজা জানালা দিয়ে যেন সেগুলো
একসাথে ঢোকে;
এটাই বাস্তবতা, কেও বলে নিয়তি
আমরা কলের পুতুল মাত্র
ভালো খারাপ প্রতিটা সময়েরই আছে
তার নিজস্ব গতি।

মন একদিকে আঠারো বসন্তের রঙ্গিন স্বপ্ন দেখে
জীবন আরেকদিকে গোধূলির ফ্যাকাসে বিকেলে হোঁচট পড়তেই
সমস্যাগুলো অট্ট হাসে,
আমরা অপেক্ষায় থাকি কালরাত অবসানের;
জীবন এগিয়ে চলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন