বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

হৃদয় হীন


হৃদয় হীন
- যাযাবর জীবন

তিতলি ডানায় নানা দুঃখ ওড়ে
পাখির ডানায় কত কান্না ঝরে
ঘুঙুরে ঘুঙুরে নাচে প্রেমের ছন্দ
তবলায় ঘা দিতে থাকে মনের দ্বন্দ্ব
টুপ টাপ টুপ চোখের জল
অনেক বয়ে গেছে অশ্রু ঢল
ঠুক ঠাক ঠুক হৃদয়ে হাতুড়ি
ঘাটে ঘাটে অনেক দিয়েছে বাড়ি
মনের বাঁশরিতে আজ বিষের বীণ
শূন্য হতে হতে হয়েছি হৃদয় হীন;

মনাকাশে নানা রঙের মোহের মেঘ ভেসে রয়
বরফে হৃদয় ঘষে কি আর ভালোবাসা হয়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন