হিবিজিবি গল্প
- যাযাবর জীবন
মুখে তো কথার তুবড়ি সারাটা দিন কলকল
চোখের ভাষা পড়তে গেলেই দেখি চোখেতে জল;
নোনাজলে কান্না ভিজিয়ে
রাতের আঁধারে মুড়ে দিলাম প্রেমের অসুখ
গালটোল হাসিটা দেখতে ইচ্ছে করলেই
কন্যাসুন্দরী আলোতে দেখি ভেজা চোখ।
শোন,
আজ একটা গল্প বলি তোকে
একদিন এক ব্যাঙ্গমা আর এক ব্যাঙ্গমি মেতেছিল প্রেমে
তারপর সুখ-দুঃখ, হাসি-কান্না, মিলন-বিচ্ছেদ
তারও পরে ক্রমাগত............
অসমাপ্ত গল্প;
যেখানে শেষ করি সেখানেই আবার নতুন শুরু,
যুগের পর যুগ............
আচ্ছা গল্প থাকুক......
কিন্তু..................,
তোর কথা বলতে গেলেই তো কবিতা হবে
জ্যোৎস্নার বাতিটা আবার জ্বলবে কবে?
অমাবস্যার বাতিটা জ্বালানো থাকুক আরও কিছুক্ষণ
কান্না দেখাতে ইচ্ছে করে না তোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন