মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

অন্ধকারের পদধ্বনি



অন্ধকারের পদধ্বনি
- যাযাবর জীবন

প্রহর গড়িয়ে দুঃখ বিলাস
অশ্রু গড়ায় মনের চালে
একটু বেখেয়াল হতেই
প্রিয়তমার হাত অন্য হাতে,
একে ভালোবাসা বলে?
যতই লোম বাছা হোক না কেন কম্বলের
পশম রয়েই যায় দু চারটি লেজ বাঁকা কুকুরের;
রাত্রি তো আসবেই দিনের শেষে
অন্ধকারে ভয় কি?
আকাশে জ্যোৎস্না থাকুক কিংবা অমাবস্যা
আমার বুকে রাতের পদধ্বনি
অন্ধকারে তাঁরা ফুটুক আর নাই ফুটুক
মনের চালে কান্নার চোঁয়ানো ফোঁটাগুলো গুনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন