মানুষ
- যাযাবর জীবন
কিছু সম্পর্ক দোলায়
মোহে, প্রেমে কিংবা কামে;
কিছু সম্পর্ক ভাবায়
বেঁচে থাকার প্রতি দমে;
কিছু সম্পর্ক কাঁদায়
বিচ্ছেদে ভালোবাসায়
কিছু মানুষ হাসায়
ভেঙ্গে পড়া নিরাশায়;
কিছু মানুষ মাথায় হাত রাখে
অনেক মমতায়
কিছু মানুষের কাঁধে মাথা রাখা যায়
পরম নির্ভরতায়;
আমি কোন দলেই পড়ি না
এদের মাঝে
হয়তো মানুষ নয়, অন্য কিছু বাস করে
এই মাটির দেহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন