হয়তো অন্ধকার
- যাযাবর জীবন
কোন এক সবুজ সন্ধ্যায়
হয়তো আবার আমি অবুঝ হব
ঘরে ফেরা পাখিগুলোর দিকে চেয়ে
হয়তো তোতে মন হারাবো
হয়তো সেদিন তোর পথ চেয়ে পথ হাঁটব
হয়তো সেদিন খোলা চোখে স্বপ্ন আঁকব
হয়তো নতুন করে তোকে আবার ভালোবাসবো
আবার
আরেকটি বার
হয়তো সেদিন;
কোন এক
সবুজ
সোনালী
কিংবা
কোন হরিণ সন্ধ্যায়;
সেদিনও না হয় আবার আমাকে ফিরিয়ে দিস
ঠিক আজকের মত করে,
মনটাকে আবার না হয় পোড়াব সেদিন
ওড়াব ছাই কাকের ডানায়;
ভালোবাসা কি রাত্রি না অন্ধকার?
আকাশে ফিনিক ফোঁটা জ্যোৎস্নার ফুলঝুরি
তবুও আজকের রাতটা বড্ড বেশী কালো
চাঁদের সাথে সাথে মন পুড়েছে কোথাও
স্বপ্নগুলো পুড়ে অন্ধ হয়েছে আলো;
চোখটা এত ঝাপসা লাগে কেন?
ভালোবাসা কি তবে জীবিতদের কবর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন