শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

শব্দ নিয়ে খেলা


শব্দ নিয়ে খেলা
- যাযাবর জীবন

শব্দ নিয়ে খেলতে খেলতে
কখন জানি মনের অজান্তে
মন নিয়ে খেলা শুরু করেছিলাম;
এখন কবিতা পুড়ছি দহনে।

রোদ-মগ্ন পাখির ঠোঁটে সূর্য পোড়ে,
পুড়ে যাক রোদ
পাখির কি এসে যায়?
ধ্যানমগ্ন বক ঘিরে মাছ ঘোরে,
ঘোরে ঝিনুক বুকে মুক্তোদানা
নির্লিপ্ত বকের কি এসে যায়?
প্রহরের সাথে সাথে রঙ বদলায় রোদ,
ছাতা থেকে কালো রঙ চুইয়ে
মনকালো করেছে আমায়।

রোদ পুড়ে যাক পাখির ডানায়
বৃষ্টি নামুক কদম বনে
জ্যোৎস্না পুড়ুক জোনাক আলোয়
দহনে ভালোবাসা সব জ্বলে যাক মনে;
তোর চিবুক ছুঁয়ে নেমেছে ভোরের রোদ
আজ তুই পূর্ণ নারী সকলের কামনার
অন্ধকারে পুড়ে পুড়ে আমি কালো হয়েছি
রাত্রির সাথে সখ্যতা আমার।

এখন শুধুই অন্ধকার মনে
অন্ধকার নিয়ে
অন্ধকার ঘিরে
কিছু অন্ধকারের গান,
আর কিছু অন্ধ শব্দ দিয়ে
খেলার চেষ্টা ঘন অন্ধকারে;
তোর কথা যে ভুলতে হবে
অবশ্যই আমারে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন