বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

স্বীকারোক্তি



স্বীকারোক্তি
- যাযাবর জীবন

দোষ'কে ছুঁড়ে দিতে জুড়ি নেই কারো
ভেতরের দোষগুলো বেড়ে যায় আরও
কাঁদা ছোড়াছুড়ি খেলায় ওপরে ঢিল ছোড়ে
ভুলের কাঁদার ঢেলা নিজের মাথায় পরে
ভুলের স্বীকারে যত ভোগে হীনমন্যতায়
ভুলের ভোগে আরও ভুলগুলো যায়
সরল স্বীকারোক্তিতে না হয় কমলো কিছু মান
চিরতরে হবেই হবে সে ভুলের অবসান।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন