ভয়
- যাযাবর জীবন
সে অনেক অনেককাল আগে,
কোন একদিন
ছুটেছিলাম গোলাপ কুঞ্জে
ফুলের সুবাসে
রক্তাক্ত হাতে অবাক বোধোদয়
ফুলেও কাঁটা থাকে,
আজো ভালোবাসার ঘ্রাণে বড্ড ভয়
যদি হৃদয় আবার রক্তাক্ত হয়!
এখনো তোর কথা মনে হলেই
কাঁথার নিচে ভ্রূণ-কুণ্ডলী;
প্রেম আমার জন্য নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন