ফেসবুক
- যাযাবর জীবন
ফেসবুক কি আর মনের কথা বলে?
এখানে অনেক চাতুরী অনেক ছল চলে
সবাই এখানে বড্ড আবেগের কথা বলে
ভালো হত এর নাম "মনবুক" হলে;
চিৎকার করে আনন্দের কথা বলে প্রোফাইল ছবি
অথচ স্ট্যাটাসের লেখাগুলোতে দুঃখের বার্তা সবই
"এ তো মুখে এক আর মনে আরেক" কথার বাস্তব চিত্র
বুঝি না এখানে কে যে শত্রু আর কে যে মিত্র;
ফেসবুক কি আর আদতে ফেস এর কথা বলে?
ভালো হত এর নাম "মনবুক" হলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন