সম্পর্ক
- যাযাবর জীবন
সম্পর্কগুলো কারো কারো কাছে
ঘাসের ডগায় শিশির কণা
সারারাত আপন হয়ে জড়িয়ে রয়
সূর্যের তাপে বাষ্প হয়ে মিলিয়ে যায়;
সম্পর্কগুলো কারো কারো কাছে
কচু পাতায় পানির খেলা
দৃষ্টিনন্দন হলেও খুব সহজেই ঝরে যায়
একটু টোকায় কিংবা বাতাসের দোলায়;
সম্পর্কগুলো কারো কারো কাছে
রাখাইনদের পানি খেলা
বছরে একবার রঙিন
তারপর বর্ণহীন;
তুই সারাক্ষণই এর ওর সাথে দিস তুলনা
আমি খেলা দেখি, সম্পর্ক বুঝি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন