আমার বাবা:
পিতা মাত্রই সন্তানের জীবনে একটি বটগাছ। মাথার ওপরকার ছায়া হঠাৎ করে সরে গেলে তবেই বোঝা যায় কি নিশ্চিন্ত নির্ভাবনায় এতটা কাল কাটিয়েছি বিশাল এক মহীরুহের নীচে।
আমার বাবা গত ৫ই জানুয়ারি, ২০১৫ (বিকেল ৪.৪০মিনিটে) আমাদের ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে ("ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" - 'নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব')।
সারাজীবন উনি আমাদের শুধু দিয়েই গিয়েছেন। ভালোবাসা আর শ্রদ্ধাটুকু ছাড়া কারো কাছ থেকে অন্য কিছুই নেন নি তিনি। মৃত্যুর সময় সাথে করে গেলেন শুধুমাত্র নিজের সারাজীবনের সঞ্চয় - দু হাত উপচানো নেক আমলনামা ।
বই পুস্তকে সবাই পড়ে থাকে নির্মোহ, নির্লোভ মানুষের কথা; আমার অনেক সৌভাগ্য যে জন্ম থেকে এই অব্দি এতটা জীবন কাটিয়েছি রিপু-জয়ী একজন মানুষের ছায়ার তলে - “তিনি আমার বাবা”।
অনেক বড় সৌভাগ্যবান না হলে এমন বাবার সন্তান হওয়া খুব কম মানুষের ভাগ্যেই জোটে। আমি গর্বিত, আমি সৌভাগ্যবান।
বাবা, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। তোমার অভাব পূরণ হবার নয়।
"মিনহা খালাকনাকুম,
ওয়া ফিহা নুয়িদিকুম,
ওয়া মিনহা নুখরিজুকুম
তা-রাতান উখরা।"
অর্থ: "এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাদের ফিরে আসতে হবে, এবং এখান থেকেই আরও একবার তোমাদের ফিরিয়ে আনা হবে।"
তোমার সাড়ে তিন হাত ছোট্ট ঘর পরিণত হোক বেহেস্তের বাগানে। শেষ পুনরুত্থানের আগ পর্যন্ত তুমি ঘুমাও শান্তিতে – আমীন।
হঠাৎ করে আসা শোকে কিংকর্তব্যবিমুর অবস্থায় অনেককেই জানাজার সংবাদ জানাতে পারি নাই, কাছের এবং দূরের সকলের কাছে এ জন্য ক্ষমা-প্রার্থী।
আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া-প্রার্থী।
***************************************
একটা গাছ ছিল
বিশাল
মহীরুহ
দিগন্ত বিস্তৃত,
বটগাছের জন্মই ছায়া দেবার জন্য;
পাখ পাখালির আশ্রয়স্থল
জীব জগতের মাথার ওপরকার ছাদ
ঝড় ঝঞ্ঝা রোদ খরা
বৃষ্টি বজ্রপাত
আরও কত বালা
সকল মুসিবত নিজের মাথায় নিয়ে
স্থির, অবিচল বটবৃক্ষ মাথার ওপর ঠায় দাঁড়িয়ে;
আমরা জীবন কাটাই নিশ্চিন্ত নির্ভাবনায়
মাথার ওপর আছে ছাদ।
হঠাৎ করেই দমকা ঝড় আসে
কেও কিছু বোঝার আগেই বটবৃক্ষ তার শেকড় উঠিয়ে নিয়ে চলে যায়
অন্য এক ভুবনে,
না ফেরার দেশে;
মাথার ওপরকার ছাদটা সরে গেলে বড্ড অসহায় লাগে,
যার গেছে সেই বোঝে।
ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি খরা
দুর্যোগ বালা মুসিবতে ভুবন ভরা;
এ সব কিছুই সইতে হবে এখন থেকে আমাদেরই,
মাথা পেতে।
***************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন