কাল
- যাযাবর জীবন
কালের ফাঁক গলে কাল হারায়
চোখ বুজতেই তুই
চোখের পলকে কাল পিছু সরে যায়
আমি একলা পড়ে রই;
কাল কাল করে সুদিনের অপেক্ষায়
মাটি করেছি কতকাল
আজ, কাল, পরশুর বাহানা বাহানায়
কাল'কে করেছিস তুই ঢাল;
জীবন থেকে মুছে গেছে আজ
সুর লয় আর যত তাল
এখন তুইও শূন্য আমিও শূন্য
অপেক্ষার নৌকায় ওড়ে প্রতীক্ষার পাল;
আজ তুই তোর জীবনে
আমি আমার জীবনে
দুজন দুটি সংসারে
ধরে রেখেছি দুটি হাল।
...........................
......................
...................
...............
...........
........
....
..
.
তারপর একদিন খুব হঠাৎ করেই
তুই সামনে
চোখের চমক
একটু থমক
চমকে উঠেছিলাম আমি,
একটু লাজ কি ছিল তোর দুচোখে?
তখনো তোর চোখের ভাষা পড়তে পারি নি;
তারপর আবার ক্রমাগত।
........
....
..
.
আবার আমাদের দেখা তো হতেই পারে "কাল"
আমার আগামী যদি, না হয়ে যায় তোর গত
সেই সেবার এর মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন