শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

ডাস্টবিন



ডাস্টবিন
- যাযাবর জীবন

ওহে,
দাঁড়াও না একটু
এখনই চললে কোথায়?
ব্যবহার কি শেষ হয়েছে এবারকার মত?
আরে, আরে!
ব্যবহার কি শেষ হয় একবারে?
আবার তো আসতেই হবে তোমাদের
নানা নিমিত্তে ব্যবহারে!
বারে বারে, বারে বারে।

খেলার পুতুল ভেবে খেলতে আসে রাজনীতিবিদরা
ভোট ব্যবসায়ীরা আসে ঝুলি ভরতে কিংবা ফেলতে
স্বার্থান্বেষীরা স্বার্থ উদ্ধারে
লোভী কিছু মানুষ লোভের পিক ফেলে;
কোন একটা তো জায়গা লাগবে!
ময়লা ফেলার কিংবা ঘেঁটে কুড়ানোর।
যখন কোন কিছুই না লাগে
তখন এক চিপটি পানের পিক
আর না হয় দুটো গালি হলেও ফেলে যাও তোমরা;
আমি আম জনতা!
আমিই তোমাদের ডাস্টবিন।
পার্থক্য আছে কি কোথাও?
নিমিত্তে ব্যবহারে
আম জনতাকে
কিংবা ডাস্টবিন
আর না হয় আমা'রে?

ওহে!
দাঁড়াও একটু;
এক চিপটি পিক ফেলে যাও।
আবার না হয় রঙ করে দিও নতুন করে
ভোটের আগে
স্বার্থ উদ্ধারের কালে
যখন যার যেভাবে
কাজে লাগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন