বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

কোথায় ভালোবাসা?


কোথায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসতে পারে কজন?
অন্ধত্ব কিনেছি মোহে;
ভালোবাসার বাস কোথায়?
আকর্ষণ সবই তো ঐ দেহে;
রিপুর সামনে বিবেক দাঁড়ায় না কখনো
যদি মোহের আয়না ভেঙ্গে যায়!
দেহ সর্বস্ব ভালোবাসায়।
সত্যকে গ্রহণ করতে পারে কজন?

রাতের গায়ে রাত উঠলেই
রিপুর গায়ে আমি
দেহের ওপর দেহ চড়লে
ভালোবাসা বলে দামী;

আসলে প্রেম ট্রেম কিছু নয়
আমার রক্তমাংসের কম্বল চাই
হিম রাতে কাম জুড়াবো;
ভালোবাসা থাকুক না হয় কবিতা হয়ে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন